নিখোঁজ দুই কিশোরীকে খুঁজতে গিয়ে মিলল ৭ মরদেহ

টিবিএন ডেস্ক

মে ২ ২০২৩, ১৮:৩৬

নিখোঁজ দুই কিশোরী ম্যাকঅ্যালেস্টার এলাকায় ঘুরতে বেরিয়েছিল। ছবি: কেএফওআর

নিখোঁজ দুই কিশোরী ম্যাকঅ্যালেস্টার এলাকায় ঘুরতে বেরিয়েছিল। ছবি: কেএফওআর

  • 0

ওকলাহোমার হেনরিয়েটার একটি বাড়ির বেযমেন্ট থেকে সাতটি মরদেহ উদ্ধার করেছে ওকমলগি কাউন্টি পুলিশ।

ওকলাহোমা হাইওয়ে পেট্রোল জানিয়েছে১৪ বছর বয়সী আইভি ওয়েবস্টার ও ১৬ বছর বয়সী ব্রিটানি ব্রুয়ার সোমবার নিখোঁজ হন বলে খবর আসে। তারা সম্ভবত ৩৯ বছর বয়সী জেসি ম্যাকফ্যাডেনের সঙ্গে গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন।

বিবিসি জানিয়েছে, দুই কিশোরিকে খুঁজতে অভিযান চালায় কাউন্টি শেরিফ অফিস। তারা হেনরিয়েটায় অবস্থিত ম্যাকফ্যাডেনের বাড়িতে তল্লাশি চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতদের সবার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের ধারণা, এর মধ্যে দুটি মরদেহ নিখোঁজ দুই কিশোরীর। আর একটি মরদেহ ম্যাকফ্যাডেনের।

পুলিশ বলছে, ম্যাকফ্যাডেনের বিরুদ্ধে যৌন হয়রানির বেশকিছু অভিযোগের রেকর্ড আছে। তবে এই ঘটনার কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।

নিখোঁজদের সন্ধান আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ওকমলগি কাউন্টি শেরিফ কর্মকর্তা এডি রাইস।

তিনি বলেন, ‘আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই কেস তদন্ত করছি। আমার বিশ্বাস, অপরাধীদের খুব দ্রুতই ধরা যাবে।’

হেনরিয়েটা পাবলিক স্কুল ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন সেখানকার শিক্ষার্থী।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, নিখোঁজ দুই কিশোরী ম্যাকঅ্যালেস্টার এলাকায় ঘুরতে বেরিয়েছিল। তাদের বিকাল ৫টার মধ্যে বাড়ি ফেরার কথা ছিল। সময়মতো না ফেরায় শেরিফ অফিসে খবর দেন তাদের অভিভাবকরা।

ব্রিটানির বাবা ন্যাথান ব্রিউয়ার বলেন, ‘আমি কিছু বুঝতে পারছি না… আমার পাঁচ সন্তানের মধ্যে সে আমার সবচেয়ে কাছের ছিল… এই জুলাইতে তুলসায় মিস ন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা ছিল তার।’


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...