রিভারসাইড কাউন্টিতে হিট ওয়েভের কারণে দাবানল ছড়িয়ে পড়েছে। ছবি: সংগৃহীত
0
সাউথ ক্যালিফোর্নিয়ার তিনটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে।
লস অ্যাঞ্জেলসের দক্ষিণ-পূর্বে রিভারসাইড কাউন্টিতে গ্রামীণ এলাকায় পাশাপাশি তিনটি ভিন্ন জায়গায় শুক্রবারে হিট ওয়েভের কারণে আগুন লাগে। তিনটি এলাকার অবস্থান ৪০ মাইলের (৬৫ কিলোমিটার) মধ্যে।
ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ক্যাল ফায়ার জানিয়েছে, আশেপাশের এক হাজার বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেয়ার নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুটি জায়গায় সন্ধ্যার মধ্যে আগুনের বিস্তার থেমে যায়। তবে তৃতীয় জায়গাটির আগুন বেশ দ্রুত ছড়িয়ে পড়ে। এক ঘণ্টার মধ্য দুই বর্গমাইল (পাঁচ বর্গকিলোমিটার) জায়গা জুড়ে আগুন ছড়িয়ে যায়।
ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি গরম পড়েছে। এর মধ্যে রিভারসাইড কাউন্টিতে সবচেয়ে বেশি তাপদাহ চলছে ।
সপ্তাহের শুরু থেকেই ক্যালিফোর্নিয়াতে আগুন সম্পর্কে সতর্ক করছে কর্তৃপক্ষ।