ইযরায়েলে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেইনে হস্তান্তর করতে পারে অ্যামেরিকা

টিবিএন ডেস্ক

জুন ৩০ ২০২৪, ২২:৪৯

প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: সংগৃহীত

প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: সংগৃহীত

  • 0

বাইডেন প্রশাসন ইযরায়েলে থাকা বেশ পুরোনো প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নিজেদের রক্ষা করতে ইউক্রেইনের কাছে স্থানান্তর করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছেন অ্যামেরিকান একজন সিনিয়র কর্মকর্তা এবং সংশ্লিষ্ট একটি সূত্র।

ওই সূত্রের বরাতে সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো হস্তান্তর করার জন্য এখন পর্যন্ত কোন চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো হয়নি এবং সংশ্লিষ্ট দেশগুলো এ বিষয়ে এখনও নির্দিষ্ট লজিস্টিকসের মাধ্যমে কাজ করছে।

অ্যামেরিকান কর্মকর্তা অবশ্য বলেছেন, তারা আশাবাদী যে এ প্রচেষ্টা সফল হতে পারে, বিশেষত ইউক্রেইনে রাশিয়ান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ইতোমধ্যেই প্যাট্রিয়ট ব্যাটারি কার্যকরভাবে কাজ করেছে।

যদিও অ্যামেরিকা এবং জার্মানি ইতোমধ্যে ইউক্রেইনে প্যাট্রিয়ট ব্যবস্থা পাঠিয়েছে এবং রাশিয়ার অব্যাহত বিমান হামলা প্রতিরোধে কিয়েভের আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে উল্লেখ করেছে।

হস্তান্তরের বিষয়টি চূড়ান্ত করতে এবং ইউক্রেইনে স্থানান্তর করতে কত সময় লাগবে তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: আবারও দূর পাল্লার অস্ত্র সরবরাহের আহ্বান যেলেনস্কির

ইউক্রেইনে পাঠানোর আগে প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সম্ভবত প্রথমে অ্যামেরিকায় আনা হবে, যেখানে তাদের সংস্কার করা হবে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার শেষ সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা ইউক্রেইনের প্রতিরক্ষার চাহিদাগুলো বিবেচনায় নিয়ে আমাদের সমস্ত অংশীদারদের সঙ্গে কাজ করি এবং আমরা সেগুলোর ব্যবস্থা করার জন্য যা যা করতে পারি তা করতে যাচ্ছি।’

হস্তান্তর প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে ইউক্রেইন যুদ্ধের বিষয়ে ইযরায়েলের অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করবে।

অ্যামেরিকার মিত্র হওয়ার পরেও এখন পর্যন্ত ইযরায়েল সরাসরি রাশিয়ার সমালোচনা না করে সতর্কতা অবলম্বন করেছে।


0 মন্তব্য

মন্তব্য করুন