ওহাইও স্টেইটে ভোট দিলেন জে ডি ভ্যান্স

টিবিএন নিউজ

নভেম্বর ৫ ২০২৪, ১৫:৪৬

ছেলের সঙ্গে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

ছেলের সঙ্গে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

  • 0

ওহাইও স্টেইটের সিনসিনাটিতে মঙ্গলবার সকালে নিজের ভোট দিয়েছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স।

স্ত্রী ঊষা ও সন্তানদের নিয়ে ভোট দিতে পাদুয়া চার্চের সেন্ট অ্যান্থনিতে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় সেনেটর জে ডি ভ্যান্সকে।

ট্রাম্প ও নিজের পক্ষে ভোট দিয়েছেন উল্লেখ করে বুথ থেকে বের হয়ে ভ্যান্স সাংবাদিকদের বলেছেন, যারা অ্যামেরিকান গণতন্ত্রের অন্যতম মহান এই ঐতিহ্য দেখতে এসেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ।

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ভ্যান্স আরও বলেছেন, এই নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি ভাল বোধ করছেন।

ভ্যান্স এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানান, নির্বাচনে যেই জিতুক না কেন, কমপক্ষে অর্ধেক দেশ হতাশ হবে।

তবে তিনি সবাইকে আশ্বস্ত করে বলেছেন, নির্বাচিত হলে যারা তাকে ভোট দেননি তাদেরকেও তিনি অ্যামেরিকার নাগরিক হিসেবে বিবেচনা করবেন।

তিনি মনে করেন ভোটাররা ডনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন। কারণ ট্রাম্পের নীতিতে দেশের মানুষ শান্তিতে থাকবে এবং দেশ আরও উন্নত হবে।

ভ্যান্স বলেন, ‘আমি অবশ্যই আশা করি আপনি আজ ডনাল্ড জে ট্রাম্পকে ভোট দেবেন। তবে আপনি যদি ভুল যায়গায়ও ভোট দেন, আমার দৃষ্টিতে, আমি এখনও আপনাকে ভালবাসব। আমি এখনও আপনার সঙ্গে একজন সহনাগরিক হিসেবে আচরণ করব এবং যদি আমি আপনার ভাইস প্রেসিডেন্ট হওয়ার মতো ভাগ্যবান হই তবে আমি আগামী চার বছর আপনার স্বপ্ন এবং আপনার পরিবারের জন্য কঠোর লড়াই করব।’

ভ্যান্স বলেছেন, তিনি আজ সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার সুযোগ না পেলেও, রাতে পাম বিচে ট্রাম্পের সঙ্গে নির্বাচনের ফলাফল দেখার পরিকল্পনা করছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন