নিজের ৬ষ্ঠ ইউরো খেলতে যাচ্ছেন রোনালডো

টিবিএন ডেস্ক

মে ২১ ২০২৪, ২০:২৭

পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালডো। ফাইল ছবি

পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালডো। ফাইল ছবি

  • 0

অভিজ্ঞ ক্রিস্টিয়ানো রোনালডোকে নিয়ে ইউরো ২০২৪ এর দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেস। ইউরোর জন্য ২৬ সদস্যের মূল দল ঘোষণা করে দিয়েছেন তিনি।

৩৯ বছর বয়সী আল-নাসের ফরোয়ার্ড রোনালদো পর্তুগালের হয়ে ২০৬ ম্যাচ খেলে ১২৮ গোল করেছেন। তিনি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়। ২০০৪ সালে প্রথম ইউরো খেলা রোনালডো তার ৬ষ্ঠ টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে মার্তিনেস জানান, ‘গোলের সামনে রোনালডো দারুণ। আমরা তার প্রশংসা করি। তাকে আমাদের প্রয়োজন।’

ইউরোতে রোনালডোর অভিষেক আসরে পর্তুগাল দেশের মাটিতে ফাইনালে পৌঁছালেও গ্রিসের কাছে হেরে যায়।

এরপর পাঁচবারের ব্যালন ডরজয়ী এ তারকার অধিনায়কত্বে ২০১৬ সালের ইউরো জেতে পর্তুগাল।

মার্তিনেসের দলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর নয়জন খেলোয়াড় রয়েছেন। উলভসের হোসে সা, নেলসন সেমেদো ও পেদ্রো নেতো সবাই জায়গা পেয়েছেন দলে।

ইংল্যান্ডের শীর্ষ দল থেকে দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস ও দিয়োগো দালোত, ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভা ও রুবেন দিয়াস, লিভারপুলের দিয়োগো জোতা।

৪১ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার পেপে ও তার পোর্তো সতীর্থ ২১ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রান্সিসকো কনসেইসাওকে দলে রেখেছেন মার্তিনেস।

পর্তুগাল দল:

গোলকিপার: দিয়োগো কস্তা (পোর্তো), হোসে সা (উলভারহ্যাম্পটন), রুই পাত্রিসিও (রোমা)

ডিফেন্ডার: আন্তোনিও সিলভা (বেনফিকা), দানিলো পেরেইরা (পিএসজি), দিয়োগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), গনসালো ইনাসিও (স্পোর্টিং লিসবন), জোয়াও কানসেলো (বার্সেলোনা), নেলসন সেমেদো (উলভারহ্যাম্পটন), নুনো মেন্দেস (পিএসজি), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি)।

মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও নেভেস (বেনফিকা), জোয়াও পালিনিয়া (ফুলহ্যাম), ওতাভিও মন্তেইরো (আল নাসের), রুবেন নেভেস (আল-হিলাল), ভিতিনিয়া (পিএসজি)।

ফরোয়ার্ড: বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ক্রিস্টিয়ানো রোনালডো (আল নাসের), দিয়োগো জোতা (লিভারপুল), ফ্রান্সিসকো কনসেইসাও (পোর্তো), গনসালো রামোস (পিএসজি), জোয়াও ফেলিশ (বার্সেলোনা), পেদ্রো নেতো (উলভারহ্যাম্পটন), রাফায়েল লিয়াও (এসি মিলান)।

একই দিন অভিজ্ঞ লুকা মডরিচের নেতৃত্বে ইউরো ২০২৪ এর জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো ডালিচ।

৩৮ বছর বয়সী রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্রোয়েশিয়াকে ২০১৮ বিশ্বকাপে ঐতিহাসিক দ্বিতীয় স্থান অর্জনে নেতৃত্ব দিয়েছিলেন।

মড্রিচের নেতৃত্বাধীন ক্রোয়েশিয়া কাতারে ২০২২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল এবং গত বছর নেশন্স লিগের ফাইনালে স্পেনের কাছে হেরেছে তারা।

ইনজুরি থেকে ফিরে দলে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির মাতেও কোভাসিচ।

ক্রোয়েশিয়া দল:

গোলকিপার: ডমিনিক লিভাকোভিচ (ফেনারবাচে), আইভিকা ইভুসিচ (পাফোস), নেদিলিকো লাব্রোভিচ (রিজেক)।

ডিফেন্ডার: ডোমাগোই ভিদা (এইকে এথেন্স), ইয়োসিপ ইয়োরানোভিচ (ইউনিয়ন বার্লিন), ইয়োসকো গার্দিওল (ম্যানচেস্টার সিটি), বোর্না সোসা (আয়াক্স), ইয়োসিপ স্তানিসিচ (বায়ার লেফারকুসেন), ইয়োসিপ সুতালো (আয়াক্স), মার্টিন এরলিচ (সাসুওলো), মারিন পংরাসিচ (লেচ্চে)।

মিডফিল্ডার: লুকা মডরিচ (রিয়াল মাদ্রিদ), মাতেও কোভাসিচ (ম্যানচেস্টার সিটি), মার্সেলো ব্রোজোভিচ (আল নাসের), মারিও পাসালিক (আতালান্তা), নিকোলা ভ্লাসিচ (তোরিনো), লোভরো মায়ের (ওয়ালসফবার্গ), লুক ইভানুসেচ (ফেয়েনর্ড), লুকা সুসিচ (রেডবুল সালজবুর্গ), মার্টিন বাতুরিনা (দিনামো জাগরেব)।

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ (হাজদুক স্প্লিট), আন্দ্রেই ক্রামারিচ (হফেনহেইম), ব্রুনো পেটকোভিচ (দিনামো জাগরেব), মার্কো পিয়াকা (রিজেকা), আন্তে বুদিমির (ওসাসুনা), মার্কো পাসালিচ (রিজেক)।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: বোর্না বারিসিচ (রেঞ্জার্স), দুয়ে কালেটা কার (লিওঁ), ক্রিস্টিয়ান ইয়াকিচ (অগসবুর্গ), ডমিনিক কোটারস্কি (পাওক), টনি ফ্রুচ (রিজেকা), মারিন লুবিসিচ (লাস্ক), ইগর মাতানোভিচ (কার্লসরুহে), নিকো ক্রিস্টিয়ান সিগুর (হাজদুক স্পলিট), পিটার সুসিচ (দিনামো জাগরেব)।


0 মন্তব্য

মন্তব্য করুন