কামালা হ্যারিসকে সমর্থন জানালেন বারাক ও মিশেল ওবামা

টিবিএন ডেস্ক

জুলাই ২৬ ২০২৪, ১০:৪৬

ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ছবি: সংগৃহীত

ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ছবি: সংগৃহীত

  • 0

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল শুক্রবার প্রায় এক মিনিট দীর্ঘ ব্যক্তিগত ভিডিও কলে বর্তমান ভাইস প্রেসিডেন্টে কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভিডিও বার্তায় কামালা হ্যারিসকে ওবামা বলেন, ‘আমি ও মিশেল ফোন কলের মাধ্যমে আপনাকে জানাতে চাই যে আমরা আপনাকে সমর্থন জানাতে পেরে গর্বিত। আপনাকে এই নির্বাচনের মধ্য দিয়ে ওভাল অফিসে পৌঁছে দেয়ার জন্য যা কিছু করা সম্ভব তা করতে আমরা প্রস্তুত।’

সাবেক ফার্স্ট লেডি হ্যারিসকে বলেন, ‘আমি তোমার জন্য গর্বিত। এটি একটি ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে।’

হ্যারিস এই দম্পতির সমর্থন ও দীর্ঘ বন্ধুত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। এই সমর্থন আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

প্রচারণা শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিও কলটি আসল। এটি সাজানো ছিল না।

অ্যামেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা ডেমোক্র্যাটিক পার্টির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বদের একজন।

তাই তার সমর্থন হ্যারিসের প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া হ্যারিসের তহবিল সংগ্রহের ধারাবাহিকতা ধরে রাখতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।

এই সমর্থন হ্যারিসকে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টপ্রার্থী হিসেবে সম্ভাব্য মনোনয়ন দেয়ার ইঙ্গিত দেয়।


0 মন্তব্য

মন্তব্য করুন