শুধু নারীদের নিয়ে হজ ফ্লাইট গেল সৌদি

টিবিএন ডেস্ক

জুন ১৩ ২০২৩, ১৬:৩৩

বিমানের যাত্রী ও বিমান পরিচালনাকারী সবাই নারী। ছবি: সংগৃহীত

বিমানের যাত্রী ও বিমান পরিচালনাকারী সবাই নারী। ছবি: সংগৃহীত

  • 0

হজযাত্রীদের সবাই নারী। দক্ষিণ ভারতের কালিকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে উড়াল দেয়া এমনই একটি ফ্লাইট ইতিহাস গড়েছে। ফ্লাইটের পাইলট ও ক্রুরাও ছিলেন নারী।

ভারতের কেরালা থেকে বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি।

কেরালার কারিপুর থেকে ১৪৫ নারী হজযাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় বিমানটি উড়াল দেয়। ওই দিন সৌদি আরবের স্থানীয় সময় রাত পৌনে ১১টায় এটি জেদ্দা পৌঁছায়। এর পাইলট ছিলেন ক্যাপ্টেন কনিকা মেহরা, ফার্স্ট অফিসার গারিমা পাসি, আর ছিলেন চার নারী কেবিন ক্রু।

বার্তাসংস্থা এএনআই জানায়, রাজ্যের সংখ্যালঘুবিষয়ক প্রতিমন্ত্রী জন বারলা বিমানবন্দরে নারী হজযাত্রীদের বিদায় জানান। আর জেদ্দা বিমানবন্দরে তাদের স্বাগত জানান ভারতের কনস্যুলেট জেনারেল। সোমবার পর্যন্ত এ ধরনের ১১টি ফ্লাইটে সৌদি আরবে হজ করতে গেছেন ১ হাজার ৫৯৫ জন নারী।

দীর্ঘদিন নারীদের হজে যেতে পুরুষ অভিভাবক থাকার বাধ্যবাধকতা ছিল। তবে গত বছর এই নিয়ম পরিবর্তন করে সৌদি আরব।

এবার পুরুষ অভিভাবক ছাড়াই ভারত থেকে মোট ২ হাজার ৭৩৩ নারী সৌদি আরবে হজ করতে যাচ্ছেন।

ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় এ বছর কেরালার নারী হজযাত্রীর সংখ্যা বেশি। কেরালার মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ মুসলমান। এদের মধ্যে এ বছর প্রায় ১১ হাজার হজে যাচ্ছেন, যাদের ৬০ শতাংশ নারী।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...