আবুধাবিতে লৌহ ও প্রাক-ইসলামি যুগের প্রত্ননিদর্শন আবিষ্কার

টিবিএন ডেস্ক

জুন ১৭ ২০২৩, ১৮:২৬

আবু ধাবিতে আবিষ্কৃত প্রত্ননিদর্শন। ছবি: সংগৃহীত

আবু ধাবিতে আবিষ্কৃত প্রত্ননিদর্শন। ছবি: সংগৃহীত

  • 0

ইউনাইটেড আরব আমিরাতের আবু ধাবিতে প্রত্নতাত্ত্বিকেরা লৌহযুগ ও প্রাক-ইসলামিক যুগের তলোয়ার ও সিরামিকসহ বেশ কিছু প্রত্ননিদর্শন আবিষ্কার করেছেন। ইউএই-এর বার্তা সংস্থা ডব্লিউএএমের এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানানো হয়।

প্রত্নতাত্ত্বিকেরা প্রাক-ইসলামি যুগের একটি কবরস্থান খনন করার পর ১৩০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টাব্দের এ প্রত্নবস্তুগুলো খুঁজে পান।

কবরস্থানটিতে প্রায় ২০টি কবর ছিল বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে আবিষ্কার হওয়া প্রত্ননিদর্শনগুলোর মধ্যে রয়েছে অ্যামফোরা (এক ধরনের জগ), ব্রোঞ্জের বাটি এবং অন্যান্য সিরামিক। বর্শা, তীর এবং তলোয়ারসহ বেশ কিছু অস্ত্রও পাওয়া গেছে। কবরস্থান থাকায় প্রত্নতত্ত্ববিদরা ধারণা করছেন, এর আশেপাশে সেসময় বসতি গড়ে উঠেছিল।

আল আইন, খরাইস, কাত্তারা এবং হিলি অঞ্চলগুলো থেকে লৌহ যুগের স্মারক সমাধিসহ একটি কবরস্থান খুঁজে পেয়েছেন খননকারীরা। সেখানে কমপক্ষে ৩৫টি কবর ছিল। প্রাক-ইসলামি সমাধি এবং লোহার অস্ত্রের ভাণ্ডারও আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা।

খুঁজে পাওয়া অন্যান্য নিদর্শনের মধ্যে রয়েছে সেঁচ ব্যবস্থার যন্ত্রপাতি, গয়না এবং শেলস।


0 মন্তব্য

মন্তব্য করুন