বিক্ষোভে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ

টিবিএন ডেস্ক

মার্চ ২৬ ২০২৩, ১৮:১৩

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
  • 0

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পেনশন সংস্কার ইস্যুর জেরে এক সপ্তাহ ধরেই দেশটিতে চলছে সরকারবিরোধী বিক্ষোভ।

এবার নতুন সেচ প্রকল্প নির্মাণে সরকারের পরিকল্পনার প্রতিবাদে পশ্চিম ফ্রান্সে হয়েছে বিশাল বিক্ষোভ। বিক্ষোভকারীদের দমাতে শনিবার কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টা হামলা চালায়।

 

জলাধারের নির্মাণস্থলে সংঘর্ষের পর পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা।

 

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পেনশন সংস্কার ইস্যুর জেরে এক সপ্তাহ ধরেই দেশটিতে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। এরমধ্যে যুক্ত হলো নতুন এই সেচ প্রকল্পের ইস্যু। সব মিলিয়ে দেশটিতে সরকারের বিরুদ্ধে ক্রোধ যেন বিস্ফোরিত হয়েছে।

 

দেশটির পয়টিয়ার্স ডিস্ট্রিক্টে গণজমায়েতের নিষেধাজ্ঞা চলছে। এর মধ্যেই শনিবার সেচ প্রকল্প বিরোধীরা রাস্তায় জড়ো হয়ে মিছিল করে। 

 

স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে, অন্তত ৬ হাজার মানুষ মিছিলে করে। তবে আয়োজকদের দাবি, ২৫ হাজার লোক বিক্ষোভে অংশ নেয়। তাদের দমাতে ৩ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা তাদের দিকে ফায়ারওয়ার্ক ও বোমা ছুড়েছে। সে সময় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

 

কর্মকর্তারা বলছেন, সংঘর্ষের পর কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ধারাল অস্ত্র জব্দ করা হয়েছে।

 


0 মন্তব্য

মন্তব্য করুন