বাল্টিমোর শুটিংয়ে জড়িত অন্তত দুজন

টিবিএন ডেস্ক

জুলাই ৩ ২০২৩, ১৮:৫৯

হামলার ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা। ছবি: সংগৃহীত

হামলার ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা। ছবি: সংগৃহীত

  • 0

বাল্টিমোরোরের ব্রুকলিন হোমস আবাসিক এলাকায় গুলির সঙ্গে কমপক্ষে দুজন জড়িত ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে আরও কেউ হামলায় যুক্ত ছিলেন কিনা সে বিষয়ে তদন্ত চলছে।

বাল্টিমোর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার রিচার্ড ওরলে জানান, গুলিতে নিহতরা হলেন ১৮ বছর বয়সী আলিয়া গঞ্জালেস ও ২০ বছর বয়সী কাইলিস ফাগবেমি। আহতদের বয়স ১৩ থেকে ৩২ বছরের মধ্যে। এর মধ্যে ১৪ জনের বয়স ১৮ বছরের কম।

আহতদের মধ্যে নয় জন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী এই অঞ্চলটিকে ‘যুদ্ধ অঞ্চল’ বলে অভিহিত করেছেন।

ওরলে জানান, শনিবার মধ্যরাতে হোমস আবাসিক এলাকার গ্রেটনা কোর্টে ৮০০ ব্লকে পার্টি চলাকালীন গুলির ঘটনা ঘটে। অস্ত্রধারী এলোপাতারি গুলি করলে দুই জন নিহত ও অন্তত ২৮ জন আহত হন। সেখানে পার্টি করার কোনো অনুমতি ছিল না।

হামলাটিকে সেখানকার মেয়র ফিলিসিয়া পোর্টার একটি সতর্কবার্তা হিসেবে অভিহিত করেন।

ব্রুকলিনের অ্যাক্টিভিস্ট ল্যারি ওয়ালেস বাল্টিমোরের তরুণদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। এ বছর শিশু-কিশোরসংশ্লিষ্ট গুলির ঘটনা বেড়েছে।

এ ঘটনার পর স্টেইটের অ্যাটর্নি টুইটারে ক্ষোভ জানিয়েছেন। তিনি বাল্টিমোরে নতুন নীতি প্রণয়ন ও আইন পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...