স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকো গুলিবিদ্ধ; অবস্থা আশঙ্কাজনক

টিবিএন ডেস্ক

মে ১৫ ২০২৪, ১৫:২৫

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ছবি: সংগৃহীত

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ছবি: সংগৃহীত

  • 0

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে একটি সরকারি বৈঠক শেষে বেরিয়ে আসার পর বেশ কয়েকবার গুলি করা হয়েছে। তার অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিবৃতিতে জানান হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। বিবৃতিতে বলা হয়, স্লোভাক নেতাকে বান্সকা বাইস্ট্রিকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্লোভাকিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এস্টোকের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে যে, হাসপাতালে ভর্তির পর রবার্ট ফিকোকে অস্ত্রোপচার করা হচ্ছে এবং তার অবস্থা সঙ্কাপন্ন। ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এস্টোক জানিয়েছেন, ‘ফিকো হত্যার চেষ্টা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

একটি সরকারি বৈঠকের জন্য হান্দলোভা শহরে ছিলেন সরকারি কর্মকর্তারা, সেখানে প্রধানমন্ত্রীকে গুলি করা হয়। শহরটি রাজধানী ব্রাতিস্লাভা থেকে দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত।

বার্তা সংস্থা টিএএসআর জানিয়েছে, ফিকোকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়।

স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানা চাপুতোভা ৫৯ বছর বয়সী এই রাজনীতিবিদের ওপর নৃশংস ও বেপরোয়া হামলার নিন্দা জানিয়েছেন। ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, ‘আমি হতবাক। এই সংকটময় মুহূর্তে রবার্তো ফিকোর সেরে ওঠার জন্য সর্বশক্তি কামনা করছি।’

ফিকো এর আগে এক দশকেরও বেশি সময় ধরে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, প্রথমে ২০০৬ থেকে ২০১০ এবং তারপরে আবার ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত।

ইউরোপীয় নেতারা তাৎক্ষণিকভাবে এ হামলার নিন্দা জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এক টুইট বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের সমাজে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং আমাদের সবচেয়ে মূল্যবান সর্বজনীন কল্যাণ গণতন্ত্রকে ক্ষুণ্ন করছে। প্রধানমন্ত্রী ফিকো ও তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিকটর অরবান বলেন, ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমরা তার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করছি। ঈশ্বর তার এবং তার দেশের মঙ্গল করুন।’


0 মন্তব্য

মন্তব্য করুন