বিনামূল্যে মাছ ধরা যাবে লুইযিয়ানায়

টিবিএন ডেস্ক

জুন ৭ ২০২৩, ১৮:৪১

শনিবার ও রোববার বিনামূল্যে মাছ ধরা যাবে লুইযিয়ানায় । ছবি: সংগৃহীত

শনিবার ও রোববার বিনামূল্যে মাছ ধরা যাবে লুইযিয়ানায় । ছবি: সংগৃহীত

  • 0

যারা মাছ ধরতে পছন্দ করেন বা শখের বসে মাছ ধরতে যেতে চান তাদের জন্য সুখবর। এই উইকেন্ডে বিনামূল্যে মাছ ধরার সুযোগ দিচ্ছে লুইযিয়ানা।

লুইযিয়ানা ডিপার্টমেন্ট অফ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ফিশারিজ (এলডিডব্লিওএফ) তাদের বার্ষিক ফ্রি ফিশিং উইকেন্ডে স্টেইটটির বাসিন্দা ও ভ্রমনকারীদেরকে বিনামূল্যে মাছ ধরার আমন্ত্রণ জানিয়েছে।

এলডিডব্লিওএফ এর সেক্রেটারি রব শ্যাডোইন বলেন, ‘প্রতি বছর আমরা পরিবার ও বন্ধুদের জন্য আমাদের সুন্দর স্পোর্টসম্যান প্যারাডাইস উপভোগ করতে বিনামূল্যে ফিশিং উইকেন্ড নির্ধারণ করি। আপনি যদি মাছ ধরতে পছন্দ করেন তাহলে আপনার পরিবার ও বন্ধুদের বলুন। তাদেরকে লুইযিয়ানার গ্রেট ফিশিং এর সঙ্গে পরিচয় করিয়ে দিন।’

এই ইভেন্টে মাছ ধরার লাইসেন্স থাকা জরুরি না হলেও মাছের আকার, মৌসুম, মাছ ধরার সীমা ও গিয়ার সীমাবদ্ধতা সহ সব নিয়ম বহাল থাকবে।

ডিপার্টমেন্টটি ‘গেট আউট অ্যান্ড ফিশ’ এর অংশ হিসেবে স্টেইট জুড়ে  ১৭ টি পুকুরে বড় সাইজের ক্যাটফিশ মজুদ করেছে।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...