চুরিতে ব্যস্ত মা, ২ শিশুকে রেখে যাওয়া গাড়িতে আগুন

টিবিএন ডেস্ক

জুন ৪ ২০২৩, ১৯:৩৭

অভিযুক্ত অ্যালিসিয়া মুর। ছবি: সংগৃহীত

অভিযুক্ত অ্যালিসিয়া মুর। ছবি: সংগৃহীত

  • 0

ফ্লোরিডার অভিয়েডো শহরে অ্যালিসিয়া মুর নামে ২৪ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে অভিয়েডো পুলিশ ডিপার্টমেন্ট।

পুলিশের রিপোর্ট অনুযায়ী, মুরের বিরুদ্ধে শিশু নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

অভিয়েডো পুলিশ ডিপার্টমেন্ট জানায়, মুর তার দুই সন্তানকে পার্কিং এরিয়ায় একটি গাড়ির মধ্যে রেখে অভিয়েডো শপিং মলের ডিলার্ডে ঢোকেন। সেখানে তাকে এক পুরুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। তারপর তারা দুজন মিলে একটি দোকান থেকে জিনিসপত্র চুরি করতে শুরু করেন। সে সময় পার্কিং এরিয়াতে থাকা গাড়িতে আগুন লেগে যায়।

পুলিশের রিপোর্ট অনুযায়ী, প্রায় এক ঘণ্টা পর মুর দেখতে পান তার গাড়িতে আগুন লেগেছে। এরপর তিনি ডিলার্ড থেকে বের হয়ে আসেন। ভেতর থেকে বের হওয়ার সময় তিনি চুরি করা দ্রব্যগুলো ফেলে আসেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, যারা আগুন লাগা গাড়িটি দেখেছিলেন তারা সেখান থেকে শিশুদের বের হতে সাহায্য করেন ।

আগুনে শিশুদের ফার্স্ট-ডিগ্রি পুড়ে যায়। তাদেরকে আর্নল্ড পামার চিলড্রেনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুরো গাড়িটি পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

সন্তানের প্রতি অবহেলার জন্য মুরকে ১৫ হাজার ইউএস বন্ড জরিমানা করা হয়েছে।

আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। 

 


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...