বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু, অফিস-আদালত খোলা বুধবার থেকে

বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: বাসস

  • 0

বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল বলেছেন, ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে। পরবর্তীতে গতকাল রাত থেকেই তা চালু করা হয়।

রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ব্যাংকিং খাত, কূটনৈতিক জোন, তৈরী পোশাক শিল্প, আমদানি ও রপ্তানি এবং আউটসোর্সিং খাতের গুরুত্ব বিবেচনা করে ইন্টারনেট সেবা পুনরায় চালু করার কাজ চলছে।

তিনি বলেন, নতুন মিডিয়া প্ল্যাটফর্ম যেমন- ফেইসবুক, ইউটিউব, এক্স এবং হোয়াটসঅ্যাপ গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে। যেখানে বিদেশী মিডিয়াও সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর কাজে জড়িত।

তিনি বলেন, পেইড এজেন্টরাও গুজব ছড়ানোর কাজে জড়িত। তিনি সঠিক তথ্য পেতে মূলধারার গণমাধ্যম অনুসরণ করার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানান।

এরআগে প্রতিমন্ত্রী রাজধানীর মহাখালী এলাকায় পুড়ে যাওয়া তিনটি ডেটা সেন্টার পরিদর্শন করেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুবৃত্তদের পুড়িয়ে দেওয়া ওভারহেড অপটিক্যাল ফাইবার আবার বসানো হয়েছে এবং মহাখালীতে ডেটা সেন্টারের ট্রান্সমিশন লাইনগুলোও চালু করা হয়েছে।

ইন্টারনেট আংশিক চালুর পর বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি অফিসও বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ কথা জানানো হয়।

এর আগে সরকার ২১ ও ২২ জুলাই (রবি ও সোমবার) দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল। পরবর্তীতে আরও একদিন (মঙ্গলবার) সরকারি ছুটি বাড়ানো হয়।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে জারি করা কারফিউ আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে বলবৎ থাকবে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতি থাকবে।


0 মন্তব্য

মন্তব্য করুন