ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

টিবিএন ডেস্ক

জুন ১৫ ২০২৫, ১৪:০২

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ছবি: রয়টার্স

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ছবি: রয়টার্স

  • 0

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। রাতভর পাল্টাপাল্টি হামলার পর রবিবার সকালে নতুন করে এই আক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন শহরে। বাজানো হয়েছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে ছুটছে সাধারণ মানুষ। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য তথ্য এখনও মেলেনি।

ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-এমন অভিযোগ তুলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রবিবার ভোরে শুরু হওয়া এই হামলার পরপরই তেল আবিব, হাইফা, আশদোদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।

আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়, “ইরান থেকে ছোঁড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং আরও হামলা মোকাবেলায় আমরা প্রস্তুত।”

তাৎক্ষণিকভাবে এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া ভিডিওতে আতঙ্কিত মানুষকে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে দেখা গেছে।

এই ঘটনার আগে শনিবার রাতভর ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ওইসব হামলায় উভয় দেশেই বহু হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘসহ একাধিক রাষ্ট্র। বিশ্ব সম্প্রদায় সংঘাত প্রশমনে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই সংঘাত দীর্ঘমেয়াদি আঞ্চলিক অস্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে, যা পুরো অঞ্চলকে আরও জটিল সংকটের দিকে ঠেলে দিতে পারে।