প্রিন্স আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
0
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে শনিবার আবু ধাবিতে পৌঁছেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদী ও তার প্রতিনিধিদের স্বাগত জানান আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন জায়েদ আল-নাহিয়ান।
মোদি আবু ধাবিতে পৌঁছে এক টুইটে লিখেছেন, ‘আবুধাবিতে পৌঁছেছি। শেখ খালেদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছি। আমাদের আলোচনা ভারত-ইউনাইটেড আরব আমিরাত সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করি।’
আবু ধাবির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আমিরাটস নিউজ অ্যাজেন্সি (ডব্লিওএএম) জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি ও প্রিন্স আল-নাহিয়ান দুই দেশ ও দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। একইসঙ্গে তারা দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ খাতে যৌথ কৌশলগত সহযোগিতার প্রশংসা করেন।