তাঁর জয়ে উইসকনসিন সুপ্রিম কোর্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো ডেমোক্র্যাটিকরা। ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী ইলন মাস্ক এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর পক্ষে বিপুল অর্থ খরচ করায় নির্বাচনে ধনীদের প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়।
উইসকনসিন স্টেইটের সর্বোচ্চ আদালতের নতুন বিচারক নির্বাচিত করতে মঙ্গলবার ভোট দিয়েছেন উইসকনসিনের ভোটাররা । নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে আছেন কাউন্টি জাজ সুসান ক্রফোর্ড এবং রিপাবলিকান প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন সাবেক রিপাবলিকান স্টেইট অ্যাটর্নি জেনারেল ব্র্যাড শিমল। এরই মধ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্র্যাড শিমলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন ।
নিজের ভোটটি দেওয়ার পর, জেনেসি টাউন হলের বাইরে ব্র্যাড শিমল সাংবাদিকদের বলেন, সাংবিধানিক নিয়ম ঠিক রাখতে উইসকনসিন সুপ্রিম কোর্টে রাজনীতি থামাতে হবে।
নির্বাচনে ভোটারদের উপস্থিতি দেখে ডেমোক্র্যাটিক প্রার্থী সুসান ক্রফোর্ড বলেন, উইসকনসিনের জন্য এই নির্বাচনটি কতটা গুরুত্বপূর্ন তা ভোটার উপস্থিতি দেখলেই বোঝা যায়।
ডেমোক্র্যাটিক প্রার্থী সুসান ক্রফোর্ড তার প্রচারণার কৌশল হিসেবে নির্বাচনে ইলন মাস্কের হস্তক্ষেপ নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি আশঙ্কা করেন, ধনীদের প্রভাবে নির্বাচন প্রক্রিয়ায় অস্বচ্ছতা সৃষ্টি হতে পারে।
আর এসব বিতর্কের কারণেই এই নির্বাচনকে শুধুমাত্র একটি বিচারিক পদের নির্বাচন হিসেবে দেখছেন না ভোটাররা। তারা বলছেন, এখানে লড়াই হচ্ছে তার চাইতেও অনেক বড় একটা বিষয় নিয়ে।