যেলেনস্কির সঙ্গে সিআইএ ডিরেক্টরের সাক্ষাৎ

টিবিএন ডেস্ক

জুলাই ১ ২০২৩, ২২:৩৫

যেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিআইএ ডিরেক্টর বার্নস। ছবি: নিউ ইয়র্ক পোস্ট

যেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিআইএ ডিরেক্টর বার্নস। ছবি: নিউ ইয়র্ক পোস্ট

  • 0

ইউক্রেইন সফরে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি ও ইউক্রেইনিয়ান গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস।

একজন অ্যামেরিকান কর্মকর্তা সিএনএনকে বার্নসের ইউক্রেইন সফরের তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘ডিরেক্টর সম্প্রতি ইউক্রেইন সফর করেছেন। তিনি ইউক্রেইনে রাশিয়ান আগ্রাসনের শুরু থেকেই নিয়মিত যেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করছেন।

‘এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের জোগান দিতে অ্যামেরিকা অঙ্গীকারবদ্ধ। বার্নস তার সফরে সেই প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করেছেন।’

তিনি আরও জানান, বার্নস জুনের শুরুতে কিয়েভ সফর করেন। রাশিয়ান মিলিশিয়া ভাগনারের বিদ্রোহের আগে তার সফর শেষ হয়ে যাওয়ায় যেলেনস্কির সঙ্গে এ সম্পর্কিত কোনো আলোচনা হয়নি।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...