৬৪ হাজার ডলারে লবণের দানার চেয়েও ছোট হ্যান্ডব্যাগ

টিবিএন ডেস্ক

জুন ৩০ ২০২৩, ৫:২৩

৬৫৭ x ২২২ x ৭০০ মাইক্রোমিটারের ব্যাগটির নকশা দেখতে মাইক্রোস্কোপ প্রয়োজন হবে।। ছবি: এমএসসিএফ

৬৫৭ x ২২২ x ৭০০ মাইক্রোমিটারের ব্যাগটির নকশা দেখতে মাইক্রোস্কোপ প্রয়োজন হবে।। ছবি: এমএসসিএফ

  • 0

৬৩,৭৫০ ডলারে বিক্রি হয়েছে লবণের দানার চেয়েও ছোট একটি হ্যান্ডব্যাগ। ৬৫৭ x ২২২ x ৭০০ মাইক্রোমিটার মাপের ব্যাগটির নকশা দেখতে মাইক্রোস্কোপের প্রয়োজন।

ব্রুকলিন ভিত্তিক আর্ট কালেকটিভ এমএসসিএইচএফ তৈরি করেছে এই বিশেষ ব্যাগ।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সুচের মধ্য দিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সরু এই পার্স এত ছোট যে এটি দেখতে আপনার একটি মাইক্রোস্কোপের প্রয়োজন হবে।

এটি ফটোপলিমার রেইজিন দিয়ে তৈরি ও একটি থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ব্যাগটিতে বিলাসবহুল হ্যান্ডব্যাগ ডিজাইনার লুই ভুইতনের ব্র্যান্ডিং রয়েছে তবে ব্র্যান্ডটির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

ব্যাগগুলো এতটাই ছোট যে, পর্যালোচনার জন্য লুই ভুইতনের কাছে পাঠানোর জন্য বাছাই করা কয়েকটি নমুনা হারিয়ে ফেলে এমএসসিএইচএফ।

যে কারণে ব্যাগটির সঙ্গে ক্রেতাকে একটি ডিজিটাল ডিসপ্লে ও একটি মাইক্রোস্কোপ দিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...