ইউক্রেইনই পুতিনকে থামাবে: বাইডেন

টিবিএন ডেস্ক

জুলাই ১০ ২০২৪, ১০:৫৬

নেইটো সম্মেলনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

নেইটো সম্মেলনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

  • 0

প্রেসিডেন্ট জো বাইডেন আবারও রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেইনকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওয়াশিংটনে নেইটো সম্মেলনে মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি।

বাইডেন বলেন, ‘ভ্লাদিমির পুতিন ইউক্রেইনকে সম্পূর্ণ পরাধীন করার চেয়ে কম কিছু চান না এবং ইউক্রেইনকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে চান।’

রাশিয়ার প্রেসিডেন্টকে সম্বোধন করে শীর্ষ সম্মেলনে নেইটো সদস্য দেশগুলোর উদ্দেশ্যে দেয়া স্বাগত বক্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ইউক্রেইন পুতিনকে আটকাতে পারে এবং তা করবে।’

এ সময় প্রেসিডেন্ট বাইডেন ফেডারেল হলের নেইটো গঠনের চুক্তি স্বাক্ষরের ঐতিহাসিক স্থানে ফ্রেমবন্দি হন এবং ইউএস মেরিন কর্প ব্যান্ড বিশেষ সঙ্গীত পরিবেশন করে।

তিনি বলেন, ‘আজ নেইটো তার ইতিহাসে আগের চেয়ে শক্তিশালী।’

আরও পড়ুন: ইউক্রেইনকে আরও ২.৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে অ্যামেরিকা

এ বছরের নেইটো শীর্ষ সম্মেলনে ইউক্রেইন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং দেশটিকে সামরিক ও মানবিক সহায়তার নতুন প্রতিশ্রুতি আসতে চলেছে।

ইউএস সেক্রেটারি অফ স্টেইট অ্যান্টোনি ব্লিনকেন এ বিষয়ে বলেছেন, ‘এই শীর্ষ সম্মেলন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইনের নেইটো সদস্যপদ লাভের পথকে আরও শক্তিশালী করবে।’

বাইডেনসহ জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস ও রোমানিয়ার শীর্ষ নেতারা ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ বিবৃতি জারি করে ইউক্রেইনের শহর, বেসামরিক নাগরিক এবং সৈন্যদের সুরক্ষার জন্য পাঁচটি অতিরিক্ত প্যাট্রিয়ট ও অন্যান্য কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে।

নেইটো নেতারা জানিয়েছে, এ বছর অতিরিক্ত কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ঘোষণা করা হবে।

ইউক্রেইন প্রেসিডেন্ট মঙ্গলবার ওয়াশিংটনে পৌঁছেছেন এবং বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করার কথা রয়েছে।

মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেন একটি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলেছেন, যা তার বিতর্কে মৌখিক বিভ্রান্তির লক্ষণগুলোকে এড়িয়ে গেছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন