গাড়ি দুর্ঘটনার পর বাবার পলায়ন, নালায় মিলল মৃত শিশু
টিবিএন ডেস্ক
এপ্রিল ৯ ২০২৩, ১৮:৩১
0
ম্যাসাচুসেটসে গাড়ি দুর্ঘটনার পর শিশুকে নালায় ফেলে পালিয়ে যান এক ব্যক্তি। শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকেও।
স্টেইটের ক্লার্কসবার্গে স্থানীয় সময় শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে এবিসি নিউয জানিয়েছে।
ম্যাসাচুসেটস স্টেইট পুলিশ জানিয়েছে, গভীর রাতে ক্লার্কসবার্গে দুর্ঘটনার একটি খবর পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি দেখতে পান অফিসাররা। তারা জানতে পারেন, গাড়িতে একটি শিশু ছিল।
শিশুটিকে খুঁজতে হুডসন ব্রুকে তল্লাশি চালানো হয়। সেখান থেকে তুলে আনা হয় দুই বছরের ছেলেটির দেহ।
স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, গাড়ি চালাচ্ছিলেন ড্যারেল এ গ্যালোরেনযো নামের এক ব্যক্তি। তার বাড়ি ভারমন্টে। গাড়ি দুর্ঘটনার পর শিশুসন্তানকে নিয়ে তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পথে শিশুটিকে হুডসন ব্রুকে ফেলে দেন তিনি।
পুলিশ অভিযান চালিয়ে কাছাকাছি একটি এলাকা থেকে গ্যালোরেনযোকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে প্ররোচিত হয়ে অপরাধ করার অভিযোগ ও শিশুকে বিপদজনক অবস্থায় ফেলে রাখার ও গাড়ি চালনায় গাফিলতির অভিযোগ আনা হয়েছে।