গন্ডোলা থেকে পড়ে ক্যানাডায় এক দর্শনার্থীর মৃত্যু হয়েছে।। ছবি: সংগৃহীত
0
ক্যানাডার কুইবেকের জনপ্রিয় মন্ট-ট্রেমব্লান্ট রিসোর্টের গন্ডোলা থেকে ছিটকে পড়ে এক দর্শনার্থী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, রোববার গন্ডোলায় চড়ে ঘোরাঘুরির সময় দুই দর্শনার্থী ছিটকে পড়েন।
কুইবেক প্রভেনশিয়াল পুলিশ জানিয়েছে, রোববার দুপুরের দিকে মন্ট্রিলের প্রায় ১০৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে পাহাড়ি অঞ্চলের একটি রিসোর্টের গন্ডোলায় নির্মাণ সরঞ্জামের আঘাতে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ কর্তৃপক্ষ একটি ইমেইলে জানায়, আহত যাত্রীকে গুরুতর আঘাতের কারণে মন্ট্রিল-এরিয়া হসপিটালে নেয়া হয়েছে।
ট্রেম্বলান্ট রিসোর্ট অ্যাসোসিয়েশন দুর্ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে একটি ফেসবুক পোস্টে তারা জানিয়েছে, পাহাড়ে দুর্ঘটনার ফলে সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।