ইউক্রেইনের এখনই ক্লাস্টার বোমা দরকার: বাইডেন

টিবিএন ডেস্ক

জুলাই ৮ ২০২৩, ৪:২৮

সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে জো বাইডেন। ছবি: সিএনএন

সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে জো বাইডেন। ছবি: সিএনএন

  • 0

অ্যামেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার সিএনএন কে বলেছেন, ইউক্রেইনে তিনি প্রথমবারের মতো ক্লাস্টার বোমা পাঠাতে রাজি হয়েছেন কারণ ইউক্রেনীয়দের এটি দরকার। প্রেসিডেন্ট আরও বলেন এটি তার জন্য ‘কঠিন সিদ্ধান্ত’ ছিল।

হোয়াইট হাউজ শুক্রবার এক ঘোষণায় জানায় প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেইনে ক্লাস্টার বোমা পাঠানোর ব্যাপারে অনুমোদন দিয়েছেন।

বাইডেন বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত ছিল। যাই হোক আমি এ নিয়ে আমাদের মিত্রদের সঙ্গে কথা বলেছি। ইউক্রেনীয়দের গোলাবারুদ ফুরিয়ে আসছে।’

বৃটেইন, ফ্রান্স, জার্মানিসহ বিশ্বের ১০০টি দেশ ক্লাস্টার বোমা নিষিদ্ধের চুক্তিতে স্বাক্ষর করেছে। তবে অ্যামেরিকা ও ইউক্রেইন এ নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেনি।

বাইডেন বলেন, ‘আমরা চুক্তিতে স্বাক্ষর করিনি। তাও কিছু সময় লেগেছে আমাকে এ ব্যাপারে নিশ্চিত হতে। আসল ব্যাপার হচ্ছে, রাশিয়াকে থামাতে অস্ত্রগুলো এখনই তাদের প্রয়োজন অথবা পাঠানোর দরকার নেই। ইউক্রেনীয়দের ওপর আগ্রাসন থামাতে ও বন্ধ করতে আমি মনে করি এগুলো তাদের দরকার।’

এই ক্লাস্টার বোমাগুলো গত বছর ইউক্রেইনকে অ্যামেরিকার দেয়া ১৫৫ মি.মি. হাউইটজার কামানে ব্যবহার করা যাবে। দখলকৃত ভূখণ্ড ফিরিয়ে আনতে হাউইটজার কামান ইউক্রেইনের হয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বাইডেন জানান, অ্যামেরিকা পর্যাপ্ত ১৫৫ মি.মি. কামানের গোলা তৈরির আগ পর্যন্ত বিকল্প হিসেবে ক্লাস্টার বোমাগুলোকে পাঠানো হয়েছে।

বাইডেন এসময় আরও বলেন, ‘এটি গোলাবারুদের যুদ্ধ ও তাদের গোলাবারুদ শেষ হয়ে আসছে। আমাদের কাছে থাকা গোলাবারুদও অপর্যাপ্ত। তাই শেষ পর্যন্ত আমি মেনে নিলাম। ডিফেন্স ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা স্থায়ীভাবে দেয়া হয়নি। শুধুমাত্র ইউক্রেইনের জন্য আরও ১৫৫ মি.মি. গোলা হাতে আসার আগ পর্যন্ত কাজ চালিয়ে নিতে এর অনুমোদন দেয়া হয়েছে।’


0 মন্তব্য

মন্তব্য করুন