দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ডনাল্ড ট্রাম্প বলেছিলেন- ক্ষমতায় এলে একদিনের জন্য স্বৈরশাসক হবেন তিনি।
প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ট্রাম্প এমন সব পদক্ষেপ নেন, যা দেশের ইতিহাসে বিরল। এবার আরেকটি অস্বাভাবিক পরিকল্পনার ইঙ্গিত দিলেন তিনি।
রবিবার এনবিসি নিউযকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প, তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি।
সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না।
তবে ট্রাম্প দাবি করেন, এটা করার উপায় আছে এবং জোর দিয়ে বলেন, তিনি রসিকতা করছেন না।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, অনেকেই চান তিনি যেন তৃতীয় মেয়াদে প্রার্থী হন, এ কথা বলার সময় তিনি তার মিত্রদের ইঙ্গিত করেন।
তবে ট্রাম্প যোগ করেন, এর জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। বর্তমান প্রশাসন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি বর্তমান সময়ের দিকেই মনোযোগ দিচ্ছেন।
তৃতীয় মেয়াদে নির্বাচন করা নিয়ে, এখন পর্যন্ত এটাই ট্রাম্পের সবচেয়ে বিস্তারিত মন্তব্য।