প্যারালাইজড রোগীদের হাঁটতে সাহায্য করে রোবট

টিবিএন ডেস্ক

ডিসেম্বর ২৫ ২০২৪, ১০:৪০

প্যারালাইজড রোগীদের হাঁটতে সাহায্য করছে রোবট। ছবি: সংগৃহীত

প্যারালাইজড রোগীদের হাঁটতে সাহায্য করছে রোবট। ছবি: সংগৃহীত

  • 0

সাউথ কোরিয়ার গবেষকরা একটি আয়রন ম্যান রোবটকে প্রযুক্তিগতভাবে  উন্নয়ন করেছেন। যা প্যারাপ্লেজিক বা দেহের নীচের অংশ অসাড় হয়ে যাওয়া রোগীদের হাঁটা ও চলাফেরায় সক্ষম করে।

ওয়াক অন স্যুট এফ ওয়ান নামের এই রোবটটি ব্যবহারকারীদের দাড়াতে সহায়তার পাশাপাশি সিঁড়ি বেয়ে উঠতে বা নামতে সহায়তা করে বলেও জানান গবেষক দল।

কিমসাং হুয়ান পরিধানযোগ্য এক্সোস্কেলটন রোবটের সহায়তায় তার হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে পারছেন। ওয়াকঅন স্যুট এফ ওয়ান নামের এই রোবটটির প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করেছেন হুয়ান। হুয়ানের মতো প্যারাপ্লেজিকে আক্রান্ত রোগীদের হাঁটা চলাতে সহায়তা করতে পারে এই রোবট। রোবটিকে নিজের শরীরের সঙ্গে আটকিয়ে একজন প্যারাপ্লেজিক রোগী হাঁটতে এবং সিঁড়ি বেয়ে উঠতে সক্ষম হন।

পরিধানযোগ্য এই রোবটটি তৈরি করেছে কোরিয়ার অ্যাডভান্স ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এক্সোস্কেলটন ল্যাবরেটরির একদল গবেষক। অ্যালুমিনিয়াম এবং টাইটেনিয়ামের তৈরি পোশাকটির ওজন ১১০ পাউন্ড।

১২টি ইলেক্ট্রনিক্স মোটরের সাহায্যে চালিত এই রোবটটিকে আয়রন ম্যান সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে উন্নয়ন করেছেন গবেষক পার্ক জাং সু।

তিনি বলেন, ‘আয়রন ম্যান সিনেমাটি দেখার পর আমি চিন্তা করেছি বাস্তব জীবনে এভাবে রোবট ব্যবহার করে মানুষকে সাহায্য করতে পারলে অনেকে উপকৃত হতো। প্যারাপ্লেজিয়া রোগীদের শরীরের নিচের অংশের অনুভূতি সাধারণ ব্যক্তিদের তুলনায় অনেক কম থাকে। তাই আমাদের রোবটের সামনে ক্যামেরা লাগানো রয়েছে। এই ক্যামেরা রোগীর অনুভূতি ক্ষমতার ভারসাম্য রক্ষা করে। এছাড়া এটি সিঁড়ির উচ্চতা ও পথের বিভিন্ন বাধা শনাক্ত করতে সক্ষম যা ব্যবহারকারীকে এসব বাধা এড়িয়ে চলতে সাহায্য করে।’

রোবট সেন্সরগুলো ব্যবহারকারীদের ভারসাম্য বজায় রাখতে প্রতি সেকেন্ডে প্রায় ১০০০ সংকেত প্রসেস করতে পারে বলে জানান জাং সু। প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনে নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যেই এমন একটি রোবট তৈরি করা করা হয়েছে।

কিম সম্প্রতি সাইকন প্রতিযোগিতায় ওয়াকঅন স্যুট এফ ওয়ান রোবটের ব্যবহার প্রদর্শন করে এক্সোস্কেলটন বিভাগে একটি স্বর্ণ জয় করেন।