গায়ে আগুন নিয়ে দৌড়ে রেকর্ড

টিবিএন ডেস্ক

জুলাই ১৪ ২০২৩, ০:৪৬

গায়ে আগুন নিয়ে দৌড়াচ্ছেন জোনাথন ভেরো। ছবি: সংগৃহীত

গায়ে আগুন নিয়ে দৌড়াচ্ছেন জোনাথন ভেরো। ছবি: সংগৃহীত

  • 0

জোনাথন ভেরো নামের এক ফায়ার ফাইটার অক্সিজেন ছাড়াই গায়ে আগুন নিয়ে দীর্ঘতম দূরত্ব দৌড়ে রেকর্ড গড়েছেন। ৩৯ বছর বয়সী এ ফরাসি ফায়ার ফাইটার জ্বলতে থাকা প্রতিরক্ষাসহ স্যুট পরে ১৭ সেকেন্ডে ৮৯৩ ফিট দৌড়েছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী অক্সিজেন ছাড়া আগুন নিয়ে দৌড়ের রেকর্ডটি ২০০৯ সাল থেকে ৭ বার ভাঙা হয়েছে।

২০০৯ সালে প্রথমবার এ বিশ্বরেকর্ড গড়েন ব্রিটেইনের কিথ ম্যালকম। এই রেকর্ড নিজের দখলে নিতে তিন মাস প্রশিক্ষণ নেয়ার পর ম্যালকমের চেয়ে তিনগুন দূরত্ব অতিক্রম করেন ভেরো।

রেকর্ড গড়ার পর ভেরো জানান, ‘সবসময় আগুনের প্রতি তার অনুরাগ ছিল’। তিনি ছোটবেলা থেকেই আগুন নিয়ে খেলা পছন্দ করেন। তিনি শুধু একজন ফায়ার ফাইটারই নন, একজন স্টান্টম্যানও বটে।

তিনি বলেন, তিনি ফ্রান্সে তার ছোটবেলার শহরে ফিরে যেতে চান যেখানে সবাই তাকে বড় হতে দেখেছে। তিনি ফ্রান্সের হোবোর্দিনের ট্র্যাকে রেকর্ড গড়তে চান।

ভেরো আগুন নিয়ে খেলা দেখাতে অভ্যস্ত। ফায়ার জাগলিং, আগুন গিলে ফেলা, হিউম্যান টর্চ (সম্পূর্ণ শরীরে আগুন দেয়া) সহ বিভিন্ন স্টান্ট দেখাতে সক্ষম তিনি।

তিনি বলেন, তিনি তার ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান। তার এখনও অনেক কিছু চেষ্টা করা বাকি এবং অনেক রেকর্ড ভাঙা বাকি।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...