চুম্বন বিতর্ক: ইন্দোনেশিয়া ও তাইওয়ানে শো বাতিল করল ব্রিটিশ ব্যান্ড

টিবিএন ডেস্ক

জুলাই ২৩ ২০২৩, ১৬:১৯

দ্য নাইনটিন-সেভেন্টি-ফাইভ'। ছবি: সংগৃহীত

দ্য নাইনটিন-সেভেন্টি-ফাইভ'। ছবি: সংগৃহীত

  • 0

মালয়েশিয়ার মঞ্চে চুম্বন বিতর্কের পর ইন্দোনেশিয়া ও তাইওয়ানের কনসার্ট বাতিল করেছে ব্রিটিশ পপ-রক ব্যান্ড ‘দ্য নাইনটিন-সেভেন্টি-ফাইভ’।

দলটির এর গায়ক ম্যাটি হিলি শুক্রবার মালয়েশিয়ার গুড ভাইভস ইভেন্টের মঞ্চে গান পরিবেশনের সময় পুরুষ ব্যান্ডমেনকে চুম্বন এবং মালয়েশিয়ার সমকামী বিরোধী আইনের সমালোচনা করেন। এর জেরে কুয়ালালামপুরে মিউজিক ফ্যাস্টিভ্যাল বন্ধ করে দেয় দেশটির সরকার, ক্ষুব্ধ হন মালয়েশিয়ানরা।

দেশটিতে সমকামিতা অবৈধ। সমকামিতায় জড়িতদের সেখানে ২০ বছর পর্যন্ত জেল হতে পারে।

মালয়েশিয়ার পর এই ব্যান্ড দলটির পারফর্ম করার কথা ছিল ইন্দোনেশিয়া ও তাইওয়ানে। জাকার্তায় ‘উই দ্যা ফেস্ট’ এ তাদের জন্য স্লট নির্ধারিত ছিল।

তবে ব্যান্ডটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় শোগুলো বাতিল করতে হচ্ছে।

ইন্দোনেশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় সমকামিতা সেখানে পরিহার করা হয়। দেশটির কিছু রক্ষণশীল প্রদেশে এটি নিষিদ্ধ, তবে এটি পুরো ইন্দোনেশিয়ায় বেআইনি নয়।

অন্যদিকে তাইওয়ানে সমকামিতা নিয়ে কোনো কঠোরতা নেই। বরং সমকামিতাকে ইতিবাচকভাবে দেখা হয় এমন কিছু দেশের মধ্যে তাইওয়ান একটি। এমনকি এশিয়ার প্রথম দেশ হিসেবে তাইওয়ান সমকামী বিয়েকে বৈধতা দিয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন