থ্যাংকসগিভিং ডে প্যারেড থেকে ২১ প্যালেস্টাইনপন্থি গ্রেফতার

টিবিএন ডেস্ক

নভেম্বর ২৮ ২০২৪, ১৭:২৩

প্যারেডের সামনে রাস্তায় বসে আছেন প্যালেস্টাইনপন্থি বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

প্যারেডের সামনে রাস্তায় বসে আছেন প্যালেস্টাইনপন্থি বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

  • 0

নিউ ইয়র্ক সিটিতে বৃহস্পতিবার মেসি’স থ্যাংকসগিভিং ডে প্যারেড অবরোধ করায় প্যালেস্টাইনপন্থি ২১ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

টানা দ্বিতীয় বছরের মতো প্যালেস্টাইনপন্থি বিক্ষোভকারীরা বাধা অতিক্রম করে সকাল সাড়ে ৯টার কিছু আগে ওয়েস্ট ফিফটি ফাইভ স্ট্রিটে ঢুকে পড়ে।

এসময় বিক্ষোভকারীরা থ্যাংকসগিভিং প্যারেডের সামনে বসে ‘ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দেয়।

অন্যরা তাদের পেছনে একটি ব্যানার নিয়ে দাঁড়ায় যেখানে লেখা ছিলো, ‘গণহত্যা উদযাপন করবেন না!’

কিছুক্ষণের মধ্যেই এনওয়াইপিডি কর্মকর্তারা হস্তক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এসময় প্যারেড প্রায় পাঁচ মিনিট বিলম্বিত হয়েছে।

তবে আটক বিক্ষোভকারীদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হবে তা এখনও নিশ্চিত করা যায় নি।

এর আগে বুধবার থ্যাংকসগিভিং ডে প্যারেড থেকে বিক্ষোভকারীদের দূরে থাকতে সতর্ক করেন সিটি মেয়র এরিক অ্যাডামস।

গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ সত্ত্বেও, যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইযরায়েলি হামলায় গাজায় অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।


0 মন্তব্য

মন্তব্য করুন