ফ্রান্সে পেনশন সংস্কারের পক্ষে এলো সর্বোচ্চ রায়

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৪ ২০২৩, ২৩:০৭

পেনশন সংস্কার বিষয়ে চুড়ান্ত রায়ের আগে প্যারিসের কনস্টিটিউশনাল কাউন্সিলের সামনে বিক্ষোভ। ছবি: গেটি ইমেজ

পেনশন সংস্কার বিষয়ে চুড়ান্ত রায়ের আগে প্যারিসের কনস্টিটিউশনাল কাউন্সিলের সামনে বিক্ষোভ। ছবি: গেটি ইমেজ

  • 0

ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর প্রস্তাবিত পেনশন সংস্কার আইন অবশেষে কার্যকর হতে যাচ্ছে। সংবিধান পরিপন্থী নয় জানিয়ে শুক্রবার আইনটির পক্ষে রায় দিয়েছে কনস্টিটিউশনাল কাউন্সিল।

এর মধ্য দিয়ে দেশের সরকারি কর্মীদের তীব্র প্রতিবাদ ও মাসব্যাপী চলা সহিংস আন্দোলনের হার হলো। 

পেনশন সংস্কার আইন এখন বিনা বাধায় আগামী ১৫ দিনের মধ্যে কার্যকর করতে পারবেন প্রেসিডেন্ট।

সিএনএনের খবরে এই তথ্য দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট ম্যাক্রো সম্প্রতি অর্থ সংকটের কারণ দেখিয়ে সরকারি চাকরিতে অবসরের বয়স দুই বছর বাড়িয়ে ৬৪ বছর করার প্রস্তাব দেন। তিনি জানান, জনকল্যাণ খাতের ব্যায়ে লাগাম টানতে এই সংস্কার জরুরি।

তার প্রস্তাব নাকচ করে গত জানুয়ারিতে দেশের সরকারি কর্মীদের বিভিন্ন ইউনিয়ন ও সাধারণ মানুষ প্রতিবাদ জানায়। এ নিয়ে দুই মাস ধরে চলে উত্তেজনা। সংসদে গত ১৬ মার্চ প্রস্তাবটি পাস হলে বিক্ষোভে ফুঁসে ওঠে ইউনিয়ন নেতাকর্মীরা। কয়েকটি বিক্ষোভে ব্যাপক সহিংসতাও হয়, অচল হয়ে পরে প্যারিসসহ গোটা দেশ।

শেষ পর্যন্ত ম্যাক্রোর প্রস্তাব কার্যকরের পক্ষেই রায় দিল দেশটির সাংবিধানিক পরিষদ।

বিরোধী দলীয় নেতারা এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন। বামপন্থী নেতা জ ল্যুক মেলশো জানান, এই রায় এটাই প্রমাণ করে যে সার্বভৌম মানুষের নয় বরং রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থার চাহিদা পূরণেই বেশি মনোযোগী কাউন্সিল।

আর জনমনে ম্যাক্রোবিরোধী ক্ষোভের সুযোগে আসন্ন নির্বাচনে নিজের জন্য ভোট চেয়ে নিয়েছেন ডানপন্থী নেতা মারিন লু পেন।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...