অক্টোবরে আসছে ব্রিটনি স্পিয়ার্সের আত্মজীবনী

টিবিএন ডেস্ক

জুলাই ১২ ২০২৩, ০:০৫

ব্রিটনি স্পিয়ার্স। কার্টেসি ফটো

ব্রিটনি স্পিয়ার্স। কার্টেসি ফটো

  • 0

অ্যামেরিকান পপতারকা ব্রিটনি স্পিয়ার্স প্রকাশ করতে যাচ্ছেন আত্মজীবনী। পিপল ম্যাগাজিন জানিয়েছে, ব্রিটনি বইটির নাম দিয়েছেন ‘দ্য ওম্যান ইন মি।’ গ্যালারি বুকসের ব্যানারে ২৪ অক্টোবর প্রকাশিত হবে বইটি।

প্রকাশনীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রকাশক জেনিফার বার্গস্ট্রম বলেন, ‘…আমার কোনো সন্দেহ নেই ব্রিটনির স্মৃতিকথা এ বছরের শ্রেষ্ঠ প্রকাশনা ইভেন্ট হতে চলেছে। শেষ পর্যন্ত তাকে তার গল্প বলতে সাহায্য করতে পেরে আমরা গর্বিত।’

'দ্য ওম্যান ইন মি' বইয়ের কাভার। ছবি: পিপল

স্পিয়ার্সের ঘনিষ্ঠ একটি সূত্র ভ্যারাইটি-কে জানিয়েছে, বইটি পপ তারকার খ্যাতির উত্থান, মিউজিক্যাল ক্যারিয়ার এবং তার সঙ্গে পরিবারের সম্পর্ক নিয়ে লেখা হয়েছে।

স্পিয়ার্সের পরিচিত একজনের বরাতে ভ্যারাইটি জানায়, বইটি প্রকাশনা চুক্তির মূল্য ছিল ১৫ মিলিয়ন ডলার।

গত বছর শেয়ার করা একটি অডিও বার্তায় স্পিয়ার্স বলেছিলেন, তার কাছে অনেক উচ্চ-প্রোফাইল সাক্ষাত্কারের অফার রয়েছে, কিন্তু নিজের গল্পটি তিনি নিজেই জানাতে চান।

নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে যুক্ত ৪২ বছর বয়সী ব্রিটনি স্পিয়ার্স। তবে তিনি কখনো তার জীবনের সম্পূর্ণ গল্প বলেননি।

ডিজনির টিভি শো ‘দ্য মিকি মাউস ক্লাব’ দিয়ে শো-বিজে পা রাখেন ব্রিটনি। এরপর ১৯৯৮ সালে তার প্রথম গান ‘বেবি ওয়ান মোর টাইম’ দিয়ে হয়ে ওঠেন পপ আইকন।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...