ইসকন নিষিদ্ধে ৭ দিনের আল্টিমেটাম হেফাজতে ইসলামের

টিবিএন ডেস্ক

নভেম্বর ২৯ ২০২৪, ১৭:৫১

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। ছবি: সংগৃহীত

  • 0

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের কঠোর বিচারের দাবি জানিয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ। ঢাকা ও চট্টগ্রামের সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সবার বিরুদ্ধে মামলার দাবিও জানায় তারা। একই সাথে ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়।

বায়তুল মোকাররমের বাইরে বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, ইসকনকে নিষিদ্ধ করতে কেউ গড়িমসি করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম।

এদিকে একইদিন বিক্ষোভ করেন চট্টগ্রামের হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। এ সময় ইসকন নিষিদ্ধে ৭ দিনের আল্টিমেটাম দেন তারা।

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শুক্রবার জুমার নামাযের পর ঢাকা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে বক্তব্য রাখেন সংঠনটির কেন্দ্রীয় নেতারা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের ষড়যন্ত্র করা হচ্ছে। দাবি করা হয়, চিন্ময় কৃষ্ণ দাস ভারতের গুপ্তচর হিসেবে কাজ করছিলো। একই সাথে ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানায় হেফাজত।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে রিমান্ডে নিলেই সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভে অংশ নিয়ে জনপ্রিয় ইসলামী আলোচক আবু ত্বহা মুহাম্মদ আদনান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইসকন সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। তাই বাংলাদেশেও তাদের দ্রুত নিষিদ্ধের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, তিনি।

এদিকে, শুক্রবার চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সমাবেশ করেছেন সেখানকার হেফাজতে ইসলামীর নেতা কর্মীরা। আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান, তারা। অন্যথায় বড় ধরনের আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যেটি নগরির বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে অংশ নেন হেফাজতের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ।


0 মন্তব্য

মন্তব্য করুন