মালিতে সংবাদ সম্মেলনের পর সাংবাদিক নিখোঁজ

টিবিএন ডেস্ক

এপ্রিল ৮ ২০২৩, ২৩:৫২

মালিতে সংবাদ সম্মেলনের পর সাংবাদিক নিখোঁজ
  • 0

আটক এক সহকর্মীর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করার পরপরই ওয়েস্ট আফ্রিকার দেশ মালির এক সাংবাদিক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ সাংবাদিক আলিউ টুরের কর্মস্থল কালেক্টিভ ফর দ্য ডিভলপমেন্ট অফ দ্য রিপাবলিকের (সিডিআর) দাবি, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টুরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারসহ সবাই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন।

সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করা প্রতিষ্ঠান ‘মেইযন ডি লা প্রেস’ আলিউ টুরকে যেকোনো মূল্যে উদ্ধার করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে। 

সাবেক প্রধানমন্ত্রী সৌমেলো বুবেয়ে মাইগাকে হত্যা করা হয়েছে, এমন দাবি করায় এর আগে গত ১৩ মার্চ টুরেকে সরকারি কর্তৃপক্ষ নিজেদের হেফাজতে নিয়েছিল। 

মালিতে সশস্ত্র গোষ্ঠী, জিহাদি সহিংসতা এবং কর্তৃপক্ষ ও সামরিক শাসনের চাপের মধ্যে সাংবাদিকদের কাজ করা নিয়ে চলতি সপ্তাহেই সতর্কবার্তা দিয়েছিল রিপোর্টার উইদাউট বর্ডারস (আরএসএফ)।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...