রোহিঙ্গাদের ফেরাতে আরাকান আর্মির সঙ্গেও বসবে বাংলাদেশ: হাই রিপ্রেজেন্টেটিভ

টিবিএন ডেস্ক

এপ্রিল ৮ ২০২৫, ১৩:১৫

রোহিঙ্গা। ফাইল ছবি

রোহিঙ্গা। ফাইল ছবি

  • 0

আগামী ঈদ যেন রোহিঙ্গারা মিয়ানমারে করতে পারেন, সে লক্ষ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

খলিলুর রহমান বলেন, মিয়ানমারে উপপ্রধানমন্ত্রীর সাথে তাদের আলোচনা হয়েছে। এখানে একটা বড় অগ্রগতি হয়েছে। মোট ৬ কিস্তিতে ৮ লাখ রোহিঙ্গাকে নেয়ার কথা হয়েছে। দ্রুততম সময়ে ১ লাখ ৮০ হাজারকে ফিরিয়ে নিতে চেয়েছে মিয়ানমার।

জাতিসংঘের মধ্যস্থতায় বাংলাদেশ-আরাকান আর্মি এক টেবিলে আলোচনায় বসবে বলেও জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান।


0 মন্তব্য

মন্তব্য করুন