অ্যামেরিকান আইডলের প্রথম সিজনজয়ী পপ গায়িকা কেলি ক্লার্কসনের নতুন গান ‘আই হেইট লাভ’ মুক্তি পেয়েছে শুক্রবার। গানটিতে ব্যাঞ্জো বাজিয়েছেন হলিউড অভিনেতা স্টিভ মার্টিন।
ভালোবাসার বাস্তবতা নিয়ে এ গান তৈরি করেছেন ক্লার্কসন। নতুন গানটিকে ক্লাসিক প্রেমের ছবির সঙ্গে পপ গানের মিশেল বলেছেন তিনি। একই সঙ্গে গানটিকে ‘আনন্দদায়ক’ বলেছেন। তার মতে গানটিতে ভালোবাসা খুঁজে পাওয়ার পর জীবনের বাস্তবতা নিয়ে কথা বলা হয়েছে।
টক শপ লাইভকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লার্কসন বলেন, ‘গানের লাইনগুলোতে একটি গোপন অর্থ আছে।‘
তিনি ‘দ্য নোটবুক’ সিনেমার কথা উল্লেখ করে বলেন, ‘কমবয়সে শিখেছিলাম যে যখন প্রেমে পড়লে সবকিছু ঠিক মনে হয়। তবে দুজন একসঙ্গে হলে কী হবে? ভালোবাসার পরও তো জীবন আছে।‘
স্টিভ মার্টিনকে গানটির অংশ হিসেবে পাওয়া নিয়ে গ্র্যামিজয়ী এ গায়িকাকে জিজ্ঞেস করায় তিনি বলেন, ‘ আমি অবাক হয়েছি তিনি রাজি হওয়ায়। যেহেতু এটি একটি পপ -পাংক গান এর সঙ্গে আমি ব্যাঞ্জো শুনছিলাম আর ভাবছিলাম যদি স্টিভ মার্টিন গানে বাজাতেন! তিনি অবশেষে বাজিয়েছেন।‘
‘আই হেইট লাভ’ ক্লার্কসনের নতুন অ্যালবাম ‘কেমিস্ট্রি’। জুনের ২৩ তারিখ মুক্তি পাচ্ছে অ্যালবামটি।