ঈদ জামাত, আনন্দ মিছিল, মেলাসহ নানা আয়োজন ডিএনসিসির

টিবিএন ডেস্ক

মার্চ ৩০ ২০২৫, ২১:২৮

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত

  • 0

ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে বর্ণাঢ্য ঈদ উৎসব আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঈদ জামাতের পাশাপাশি এ আয়োজনে থাকছে আনন্দ মিছিল, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঈদ জামাতের আয়োজন পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, পুরাতন বাণিজ্য মেলার মাঠে একশো হাজারেরও বেশি মুসুল্লী একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

গ্রামের তুলনায় শহরের ঈদ অনেকটাই যান্ত্রিকতায় ঠাসা। আনন্দটা যেন কেবল জামাতে নামাজ আদায়, কোলাকুলি আর খানাপিনাতে সীমাবদ্ধ।

নগরবাসীর উদযাপনে বৈচিত্র্য আনতে এবারের ঈদে বর্ণাঢ্য আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঈদের জামাতের পর আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলাও থাকছে।

রবিবার বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে ডিএনসিসি প্রশাসক জানান, সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ঈদ জামাতে নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকার ৪০০ বছরের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ঈদ মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলটি পুরনো বাণিজ্যমেলার মাঠ থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে।

মোহাম্মদ এজাজ জানান, মানিক মিয়া এভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে দুই দিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন রয়েছে। মেলায় ১০০টি স্টলের পাশাপাশি শিশুদের জন্য নাগরদোলা ও বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম থাকবে।

বাঙালি মুসলিমদের ইতিহাস ও সংস্কৃতি ফিরিয়ে আনতেই ঈদ আনন্দ উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।


0 মন্তব্য

মন্তব্য করুন