ইন্টার মায়ামির জার্সি হাতে লিওনেল মেসি। ছবি: টুইটার
0
বিশ্বের অন্যতম সেরা সকার খেলোয়াড় লিওনেল মেসিকে গ্যালারিভর্তি দর্শকের সামনে বরণ করে নিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) অন্যতম এ ফ্র্যাঞ্চাইজির পিঙ্ক স্টেডিয়ামে প্রায় ১৮ হাজার দর্শকের সামনে রোববার রাতে হাজির হন মেসি।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় জমকাল অনুষ্ঠানিটি শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে দুই ঘন্টা দেরিতে শুরু হয়। ক্লাব মালিকদের একজন ডেভিড বেকহ্যাম অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে বলেন, মেসির আগমন তার কাছে স্বপ্ন পূরণের মতই। সাবেক এই ইংলিশ অধিনায়ক যোগ করেন, ‘লিও, ক্যারিয়ারের পরবর্তী ধাপে তুমি আমাদের ক্লাবকে বেছে নেয়ায় আমরা সবাই দারুণ গর্বিত।’
মায়ামির আরেক শেয়ার হোল্ডার জর্জ ম্যাস বলেন, ‘আজকের রাতটা আমাদের জন্য উপহার। এই শহরের জন্য এতবড় আনন্দের মুহূর্ত খুব কমই এসেছে। আজকে আমরা বৃষ্টির মধ্যে অনুষ্ঠানটি আয়োজন করছি। এটি আমাদের মুহূর্ত। এদেশের ফুটবলের চিত্র পাল্টে দেবার মুহূর্ত। তুমি আমাদের নতুন নাম্বার টেন, অ্যামেরিকার নাম্বার টেন।’
এ সময় মেসিকে মিয়ামির গোলাপি রঙের ১০ নম্বর জার্সি উপহার দেয়া হয়।
দর্শকদের উদ্দেশে মেসি বলেন, ‘আমাকে সমর্থন ও ভালবাসা দেবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মায়ামিতে আসতে পেরে আমিও দারুণ খুশি। সত্যিকার অর্থেই আমি এখানে অনুশীলন শুরু করতে ও মাঠে নামতে মুখিয়ে আছি। ক্লাবের উন্নতিতে যথাসাধ্য দেবার চেষ্টা করব। পরিবারসহ এই শহরে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এখানকার সময়টা যে উপভোগ্য হবে তাতে কোন সন্দেহ নেই। আশা করছি সবাই মিলে ভাল কিছু উপহার দিতে পারব।’
মেসিকে ইন্টার মায়ামিতে স্বাগত বার্তা দেন স্টেফ কারি, টম ব্রেডির মতো অ্যামেরিকার ক্রীড়া জগতের মহাতারকারা। গ্যালারিতে উপস্থিত ছিলেন মেসির ছেলেবেলার বন্ধু ও জাতীয় দলের সাবেক সতীর্থ সার্হিও আগুয়েরোও।
মেসির সঙ্গে তার দীর্ঘদিনের বার্সেলোনা সতীর্থ স্প্যানিশ মিডফিল্ডার সার্হিও বুস্কেতসকেও সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন ইন্টার মিয়ামির কর্তারা।