নর্থ কোরিয়া রাশিয়ায় আরো ৩ হাজার সেনা পাঠিয়েছে : সিউল

টিবিএন ডেস্ক

মার্চ ২৭ ২০২৫, ১৭:৪৫

সেনাদের সঙ্গে নর্থ কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: সংগৃহীত

সেনাদের সঙ্গে নর্থ কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: সংগৃহীত

  • 0

নর্থ কোরিয়া এই বছর রাশিয়ায় অতিরিক্ত ৩ হাজার সৈন্য পাঠিয়েছে এবং কিয়েভের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সাহায্য করার জন্য এখনও ক্ষেপণাস্ত্র, কামান এবং গোলাবারুদ সরবরাহ করছে। বৃহস্পতিবার সিউলের সামরিক বাহিনী একথা জানিয়েছে।

২০২২ সালে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর থেকে ঐতিহ্যবাহী মিত্র রাশিয়া এবং নর্থ কোরিয়া আরো ঘনিষ্ঠ হয়েছে। কিম জং উনকে মস্কোকে সাহায্য করার জন্য হাজারো সৈন্য এবং অস্ত্রের কন্টেইনার পাঠানোর অভিযোগ করেছে সিউল।

সাউথ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ এই খবর জানিয়েছে।

এদিকে মস্কো বা পিয়ংইয়ং কেউই আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি। তবে গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন নর্থ কোরিয়ায় বিরল সফর করেছিলেন, তখন উভয় দেশ একটি বিশাল সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছিল। যার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার কথাও ছিল। নর্থ কোরিয়ার বার্তা সংস্থা ‘কেসিএনএ’ এই খবর জানায়।

সাউথ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, ‘জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে’। ইয়োনহাপের খবরে একথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, রাশিয়ায় পাঠানো প্রাথমিক ১১ হাজার নর্থ কোরিয়ার সৈন্যের মধ্যে ৪ হাজার নিহত বা আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।


0 মন্তব্য

মন্তব্য করুন