মুক্তি পেল জাংকুকের একক গান ‘সেভেন’

টিবিএন ডেস্ক

জুলাই ১৫ ২০২৩, ২২:৩৫

বিশ্বব্যাপী মিউজিক ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাংকুকের একক গান 'সেভেন'। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী মিউজিক ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাংকুকের একক গান 'সেভেন'। ছবি: সংগৃহীত

  • 0

‘সেভেন’ গান মুক্তির মাধ্যমে একক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড ‘বিটিএস’ এর সদস্য জাংকুক। গানটি শুক্রবার মুক্তি পেয়েছে।

গানটির অফিশিয়াল মিউজিক ভিডিওতে বিশেষ উপস্থিতি হিসেবে অন্যতম রেপার ল্যাটোকেও দেখা যায়

তিনি শুক্রবার সকালে মিউজিক সিরিজ ‘গুড মর্নিং অ্যামেরিকাতে’ ‘সেভেন’ পারফর্ম করেন।

ভ্যারাইটির এক মেইলের উত্তরে জাংকুক বলেন, ‘গানটি নিয়ে আমার বিশেষ কোনো প্রত্যাশা ছিল না। তবে আপনারা যখন বলছেন এখন গানটি হিট হলে আমি খুশি হব।’

জাংকুক বিটিএস আর্মিদের জন্য একটি সুখবরও দিয়েছেন। আর্মিরা তার কাছ থেকে ২০২৩ সালের মধ্যেই একটি একক অ্যালবাম পেতে যাচ্ছে। তবে অ্যালবামটির কাজ কতটুকু হয়েছে কিংবা অ্যালবামে কতগুলো গান থাকতে পারে এসব বিষয়ে কোনো তথ্য দেননি।

অবশ্য ইতোমধ্যে ‘সেভেন’ এর মাধ্যমে ভক্তরা বুঝতে পেরেছেন তার একক গানগুলো কেমন হবে।

গানটি প্রকাশিত হওয়ার একদিনের মধ্যেই ইউটিওবে এর ভিউ হয়েছে ৪৩ মিলিয়ন। স্পটিফাইতে এক বিলিয়ন স্ট্রিমের উপরে রয়েছে। বিশ্বব্যাপী মিউজিক ট্রেন্ডিংয়ে গানটি দ্বিতীয় স্থানে রয়েছে। মুক্তি পাওয়ার আড়াই ঘণ্টার মধ্যেই গানটি বিশ্বের ১০০টি দেশের ট্রেন্ডিংয়ে শীর্ষ স্থানে চলে আসে।

জাংকুকের ‘স্টিল উইথ ইউ’ এবং ‘মাই ইউ’ গান দুটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে এই দুটি গান ফ্রি ট্র্যাক হিসেবে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ আনুষ্ঠানিক মুক্তি পায়নি।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...