এ হামলায় ৪ জন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কতৃপক্ষ। আঞ্চলিক প্রধান সেরহি লিসাক জানান, একটি রেস্টোরান্ট এবং বেশকয়েকটি আবাসিক ভবন এই হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে।
অন্তত ২০টি ড্রোন হামলা চালানো হয়েছে, যার বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে বলে তিনি দাবি করেন। স্থানীয়রা জানায়, হামলার কারণে সারারাত ধরেই পুরো অঞ্চলের সতর্কতা সাইরেন বাজানো হয়।