পোস্টারে হিজাববিহীন অভিনেত্রী, ইরানে বন্ধ হলো সিনেমা উৎসব

টিবিএন ডেস্ক

জুলাই ২৪ ২০২৩, ১৮:৩৬

পোস্টারে হিজাববিহীন অভিনেত্রী। ছবি: সংগৃহীত

পোস্টারে হিজাববিহীন অভিনেত্রী। ছবি: সংগৃহীত

  • 0

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, দেশটির ফিল্ম ফেস্টিভ্যালে একটি চলচ্চিত্রের পোস্টারে হিজাবহীন অভিনেত্রীর ছবি থাকায় আয়োজনটিকে নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, মুসলিম প্রধান দেশটিতে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক।

ইরানের মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ইসলামিক গাইডেন্স পোস্টারটিকে অনুপযুক্ত মনে করায় ইরানি শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশন (আইএসএফএ) ফেস্টিভ্যালের ১৩তম আসরকে নিষিদ্ধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ মেহেদি সামাউইয়ের এক বিবৃতির বরাতে আইআরএনএ বলেছে, ‘আইন লঙ্ঘন করে চলচ্চিত্রের পোস্টারে হিজাববিহীন একজন নারী শিল্পীর ছবি ব্যবহার করার কারণে আইএসএফএ ফিল্ম ফেস্টিভ্যালের ১৩তম আসর নিষিদ্ধ করার জন্য কালচার অ্যান্ড ইসলামিক গাইডেন্স মিনিস্টার ব্যক্তিগতভাবে একটি আদেশ জারি করেছেন।’

ইরানে হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে গত বছর মাহসা আমিনি নামে এক কুর্দি নারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশি হেফাজতে তার মৃত্যুর পর হিজাব আইন বাতিলের দাবিতে দেশজুড়ে প্রবল বিক্ষোভ শুরু হয়।

দেশটিতে বাধ্যতামূলক পোষাক পরার আইনের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া নারীরা হিজাব পুড়িয়ে ও চুল কেটে প্রতিবাদ করেন।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...