ইরানের ইযরায়েল বিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করলেন পেজেশকিয়ান

টিবিএন ডেস্ক

জুলাই ৯ ২০২৪, ১৮:০১

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

  • 0

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার দেশটির ইযরায়েল বিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, প্যালেস্টাইনের প্রতি ইযরায়েলের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে দেবে না অঞ্চল জুড়ে চলমান বিদ্রোহী আন্দোলন।

ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা হাসান নাসরুল্লাহর কাছে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ‘ইরান সবসময়ই অবৈধ ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে এই অঞ্চলের জনগণের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করেছে।’

তার এই বক্তব্যের ফলে এই বিষয়টিই স্পষ্ট হয়ে যায় যে, সংস্কারপন্থি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের অধীনেও ইরানের আঞ্চলিক নীতিতে কোন পরিবর্তন আসবে না।

পেজেশকিয়ান গত সপ্তাহে রানঅফ নির্বাচনে কট্টরপন্থি প্রতিদ্বন্দ্বিকে পরাজিত করে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

পেজেশকিয়ানের উদ্ধৃতি দিয়ে ইরানের সংবাদমাধ্যমগুলো বলেছে, ‘আমি নিশ্চিত যে এই অঞ্চলের প্রতিরোধ আন্দোলনগুলো তাদেরকে প্যালেস্টাইনের নিপীড়িত জনগণ ও এই অঞ্চলের অন্যান্য জাতির বিরুদ্ধে শোষণমূলক ও অপরাধমূলক নীতি অব্যাহত রাখার সুযোগ দেবে না।’

তার এই মন্তব্যের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি ইযরায়েল।


0 মন্তব্য

মন্তব্য করুন