সিয়াটলে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, কিশোর আটক

টিবিএন ডেস্ক

অক্টোবর ২২ ২০২৪, ১৫:০৮

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: সংগৃহীত

  • 0

ওয়াশিংটনের সিয়াটলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বাড়ি থেকে সোমবার সকালে বন্দুকধারীর গুলিতে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে অপর এক কিশোরকে আটক করা হয়েছে।

কিং কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র মাইক মেলিস সোমবার বিকেলে একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, গুলি চালানোর খবর পেয়ে তারা ঘটনাস্থলে পোঁছান। এসময় আহত এক কিশোরকে উদ্ধার করে সিয়াটল হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের মধ্যে দুই জন প্রাপ্তবয়স্ক এবং তিন জন কিশোর রয়েছে। ওই বাড়িতে একজন দম্পতি এবং তাদের পাঁচ সন্তান থাকতেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে ঘটনায় জড়িত সবাই একই পরিবারের সদস্য। তবে এখনো কারও নাম প্রকাশ করা হয়নি।

গুলির ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে মেলিস বলেছেন, কমিউনিটির জন্য কোন ধরনের হুমকি নেই। এছাড়া ঘটনায় অন্য কোন ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকেও গ্রেফতার করা হবে।

পুলিশ হেফাজতে থাকা কিশোরকে মঙ্গল বা বুধবার প্রথম শুনানির জন্য আদালতে হাজির করা হবে।


0 মন্তব্য

মন্তব্য করুন