যুদ্ধবিরতি লঙ্ঘনে ইযরায়েল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি অভিযোগ

টিবিএন ডেস্ক

নভেম্বর ২৮ ২০২৪, ১৬:২৩

লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে হামলা চালিয়েছে ইযরায়েল। ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে হামলা চালিয়েছে ইযরায়েল। ছবি: সংগৃহীত

  • 0

ইযরায়েলি বিমান বাহিনী বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর একটি স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলার পর উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে।

হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দাবি করে বৃহস্পতিবার লেবাননের অন্তত ছয়টি এলাকায় হামলা চালিয়েছে ইযরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় যানবাহনে করে ‘সন্দেহভাজনদের’ প্রবেশ করতে দেখার পর যুদ্ধবিরতি চুক্তি লংঘন হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

এদিকে দক্ষিণ লেবাননে সীমান্তবর্তী গ্রামে ঘরে ফেরা লোকজনের ওপর ইযরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন হিজবুল্লাহর আইনপ্রণেতা হাসান ফাদাল্লাহ।

ফাদাল্লাহ সাংবাদিকদের বলেন, ‘সীমান্তবর্তী গ্রামগুলোতে যারা ফিরছে তাদের ওপর ইযরায়েলি শত্রুরা হামলা চালাচ্ছে।’

লেবাননের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মারকাবা, ওয়াজানি, কাফারচৌবা, খিয়াম, তাইবে এবং মারজায়ুনের আশপাশের কৃষি জমিতে ইযরায়েলি ট্যাংকের গোলা আঘাত হানে। এতে দুই জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, দক্ষিণ লেবানন থেকে ইযরায়েলি সেনা প্রত্যাহারে ৬০ দিন পর্যন্ত সময় লাগতে পারে, কিন্তু কোনো পক্ষই আক্রমণাত্মক অভিযান চালাতে পারবে না।

দুই পক্ষের এমন অভিযোগ অ্যামেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তির ভঙ্গুরতা সামনে এনেছে।

লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, লিতানি নদীর উত্তরে বায়সারাহর কাছে ইযরায়েল বিমান হামলা চালায়।

তবে যুদ্ধবিরতি চুক্তিতে লিতানি নদীর দক্ষিণে অননুমোদিত সামরিক স্থাপনা ভেঙে ফেলার কথা উল্লেখ করা হলেও, নদীর উত্তরে কোন সামরিক সুবিধা সরিয়ে ফেলার কথা উল্লেখ করা হয়নি।

এছাড়া লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে বাস্তুচ্যুত লেবানিজ পরিবারগুলো তাদের ঘর বাড়িতে ফিরে আসার চেষ্টা করছে। তবে ইযরায়েলি সেনারা লেবাননের সীমান্তবর্তী শহরগুলোতে অবস্থান করছে। অঞ্চলটিতে ড্রোন দিয়ে নজরদারি করছে ইযরায়েলি বাহিনী।

ইযরায়েলি বাহিনী লেবাননের সীমান্ত এলাকার বাসিন্দাদের নিজেদের নিরাপত্তার জন্য এখনই ফিরে না আসার আহ্বান জানিয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন