অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেইট অ্যান্টোনি ব্লিনকেন শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, নাইজারের অভ্যুত্থানের পর সামরিক সরকারের প্রতিবাদে দেশটিতে কিছু বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করছে ওয়াশিংটন।
অবশ্য অ্যামেরিকা নাইজারে সব ধরনের মানবিক সহায়তা, জরুরি চিকিৎসা ও খাদ্য সহায়তা কর্মসূচি চালু রাখবে।
ব্লিনকেন বলেন, ‘নাইজারে অস্থিরতার শুরু থেকেই আমরা স্পষ্ট করে দিয়েছি, অ্যামেরিকান সহায়তার মুখাপেক্ষী হতে হলে দেশটির সামরিক সরকারকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও সাংবিধানিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’
তিনি নাইজারে গণতান্ত্রিক সরকার প্রধান মোহাম্মদ বাজুমকে মুক্তি দিয়ে ক্ষমতায় পুনর্বহালের দাবি জানান।
নাইজারে কোন কর্মসূচিগুলো স্থগিত হবে তা নিশ্চিত না করলেও তিনি জানান, দেশটিতে জীবন রক্ষাকারী মানবিক ও খাদ্য সহায়তার পাশাপাশি অ্যামেরিকান কর্মীদের সুরক্ষায় সব ধরনের কূটনৈতিক ও নিরাপত্তা অব্যাহত থাকবে।
ব্লিনকেন বলেন, ‘আমরা নাইজারের জনগণকে তাদের কষ্টার্জিত গণতন্ত্র রক্ষায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে পুনর্বহালের আহ্বান জানাচ্ছি।’
এদিকে ১৫টি দেশের প্রতিনিধিত্বকারী রিজিওনাল ব্লক ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট অ্যাফ্রিকান স্টেইটস (ইকোওয়াস) বাজুমের সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সামরিক হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করছে।