তুরস্কের ইস্তানবুলের নাইটক্লাবে আগুন, নিহত ২৯

টিবিএন ডেস্ক

এপ্রিল ২ ২০২৪, ১৪:১৭

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • 0

তুরস্কের বৃহত্তম শহর ইস্তানবুলের একটি নাইটক্লাবে আগুন লেগে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

সিএননের প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তানবুল গভর্নরের কার্যালয় জানিয়েছে, এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

গভর্নরের কার্যালয় আরো জানিয়েছে, শহরের ইউরোপীয় অংশে বেসিকতাস জেলায় আগুনের সূত্রপাত হয় এবং হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, মাটির নিচে অবস্থিত ওই স্থাপনা সংস্কারের সময় আগুনের সূত্রপাত হয়।

তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ টুঙ্ক বলেছেন, কর্তৃপক্ষ ক্লাবের ম্যানেজার এবং সংস্কারের দায়িত্বে থাকা একজনসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তিনি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন এবং প্রমাণ সংগ্রহের প্রচেষ্টা চলছে। পেশাগত সুরক্ষা এবং অগ্নিকাণ্ডের তিন সদস্যের বিশেষজ্ঞের একটি দলও অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণের জন্য তাদের কাজ চালিয়ে যাচ্ছে।’


0 মন্তব্য

মন্তব্য করুন