হাওয়াইয়ে ভয়াল দাবানলে প্রাণহানি বেড়ে ৮০

টিবিএন ডেস্ক

আগস্ট ১২ ২০২৩, ১১:৩৩

চার দিন ধরে দাবানলে পুড়ছে হাওয়াইয়ের মাউই দ্বীপ। ছবি: সংগৃহীত

চার দিন ধরে দাবানলে পুড়ছে হাওয়াইয়ের মাউই দ্বীপ। ছবি: সংগৃহীত

  • 0

হাওয়াইয়ের মাউই দ্বীপে চারদিনের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮০-তে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ অনেকে। আরও মরদেহ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

শুষ্ক অবস্থা, গরম ও হারিকেনের প্রবল বাতাসে মাইউতে কমপক্ষে তিনটি স্থানে দাবানল ছড়িয়ে পড়ে। সমুদ্রতীরবর্তী শহর লাইহানার ৮০ শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে। অন্তত এক হাজার বিল্ডিং পুড়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। দ্বীপটির পশ্চিমাঞ্চলে বিদ্যুৎহীন রয়েছেন ১১ হাজার মানুষ।

হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল শুক্রবার জানান, এখনও পর্যন্ত অন্তত ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রায় ১৪১৮ জনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। সেই সঙ্গে শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

মাউই কাউন্টির কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে বলেছেন, ফায়ার ফাইটাররা এখনও আগুন নেভানোর কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

দ্বীপটি পুড়ছে মঙ্গলবার থেকে। চারদিনে যতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা পুরোপুরি ঠিক হতে কয়েক বছর সময় লাগতে পারে বলে আশঙ্কা করছেন স্টেইট কর্মকর্তারা। পুড়ে যাওয়া বাড়িগুলো আবার নির্মাণ করতে বিলিয়ন ডলারের প্রয়োজন হবে বলে ধারণা করছেন তারা।

এই দাবানলকে বড় দুর্যোগ বলে আখ্যায়িত করে বৃহস্পতিবার মাউইয়ে ফেডারেল সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...