ভারতের এইচসিএল টেকের সঙ্গে ভেরাইযোনের চুক্তি

টিবিএন ডেস্ক

আগস্ট ১০ ২০২৩, ১৭:৫৮

ভেরাইযোন ও এইচএলটেক-এর লোগো। ফাইল ছবি

ভেরাইযোন ও এইচএলটেক-এর লোগো। ফাইল ছবি

  • 0

ভারতের প্রযুক্তি কোম্পানি এইচএলটেক-এর সঙ্গে বৃহস্পতিবার একটি চুক্তিতে সই করেছে অ্যামেরিকান শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি ভেরাইযোন।

চুক্তির উদ্দেশ্য, ব্যবসায়ী গ্রাহকদের নেটওয়ার্ক ব্যবস্থাপনা সহায়তা দেয়ার মাধ্যমে ঝিমিয়ে পড়া ওয়্যারলাইন ব্যবসাকে চাঙা করে তোলা।

বেশ কয়েক বছর ধরে ওয়্যারলাইন ব্যবসা ভেরাইযোনের আয়ের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে।

কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্কট লরেন্স এক সাক্ষাৎকারে বলেন, ‘গ্রাহকরা এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছেন যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিযেন্স ও অটোমেশন টেকনিকের ব্যবহার রয়েছে। সিস্টেম আপগ্রেডের জন্য ভেরাইযোন এ ধরনের কোনো কোম্পানির সঙ্গে অংশীদারত্বে গেছে।’

চুক্তি অনুযায়ী, ভেরাইযোন ব্যবসাতে বিক্রয় ও বিকাশের নেতৃত্ব দেবে। অন্যদিকে পোস্ট-সেল নেটওয়ার্ক রোল-আউট এবং সাপোর্টের দিকটি দেখবে এইচসিএল টেক।

কিছু ভেরাইযোন কর্মীকেও এইচসিএল টেকে নেয়া হবে।

লরেন্স বলেন, ‘এই অংশীদারত্ব বিদ্যমান পরিচালিত পরিষেবা ব্যবসা বৃদ্ধি এবং নতুন ক্লায়েন্ট যোগ করে সম্ভাব্য অগ্রগতিকে সাহায্য করবে… আমরা এ বছরের শেষের দিকে এবং অবশ্যই ২০২৪, ২০২৫ কিংবা আর কিছু সময় নিয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’


0 মন্তব্য

মন্তব্য করুন