সুইডেনের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ অ্যামেরিকার
টিবিএন ডেস্ক
আগস্ট ৬ ২০২৩, ১২:০৯
টিম ইউএসএ। ফাইল ছবি
0
সুইডেনের কাছে টাইব্রেকারে ৫-৪ শ্যুটআউটে হেরে নারী বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অ্যামেরিকা। এর মাধ্যমে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হলো টিম ইউএসএ-র।
ইউএস ফরোয়ার্ড সোফিয়া স্মিথ স্পট-কিক মিস করেন। টাইব্রেকারে গোল করতে পারেননি অ্যামেরিকার সবচেয়ে বড় তারকা মেগান র্যাপিনো।
টিম ইউএস পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রাখলেও সুইডেনের দুর্দান্ত গোলরক্ষক জেসিরা মুসোভিচ সব খেল পালটে দেন। চারবারের চ্যাম্পিয়ন আমেরিকানদের ১১টি শট ঠেকান তিনি।
৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য থেকে। অতিরিক্ত সময়েও কোনও দল গোলের মুখ দেখেনি।
পেনাল্টিতে প্রথম দুটি করে শটে গোল পায় দুই দলই। তৃতীয় শটে ক্রিস্টি মেউইস করেন গোল, তবে গোলপোস্টের ওপর দিয়ে বল মারেন নাথালি বিয়র্ন। একইভাবে অ্যামেরিকাও সুযোগ নষ্ট করে মেগান র্যাপিনোর শটে। রেবেকা ব্লোমভিস্টকে ঠেকিয়ে ইউএস কিপার এলিসা নায়েহের ঠেকিয়ে দেন। তাতে সোফিয়া স্মিথের সামনে ছিল অ্যামেরিকানদের জেতানোর সুযোগ; কিন্তু দেশকে হতাশ করে ডানদিক দিয়ে বল বাইরে পাঠান তিনি।
সপ্তম শটে অ্যামেরিকার কেলি ও’হারা ডানপোস্টে আঘাত করেন। অ্যামেরিকানদের জন্য এই হার আরও বেদনাদায়ক করে তোলে লিনা হুর্তিগের শট কিপার সেভ করার পরও ভিএআরে গোলের সিদ্ধান্ত হলে। বল নায়েহের ঠেকালেও গোললাইন পেরিয়ে গিয়েছিল।
ম্যাচ শেষে ইউএস কোচ জ্লাটকো আন্দোনোভস্কি বলেন, ‘খেলাটি জিততে আমরা চেষ্টার কমতি রাখি নি। দুর্ভাগ্যবশত, ফুটবল কখনও কখনও নিষ্ঠুর হতে পারে।’
তারকা অ্যালেক্স মরগান বলেন, ‘হারটা খারাপ স্বপ্নের মতো মনে হচ্ছে…’
এর আগে বিশ্বকাপে কেবল একবারই পেনাল্টি শুটআউটে হেরেছিল ইউএসএ, ২০১১ সালের ফাইনালে জাপানের কাছে।
কোয়ার্টার ফাইনালে আগামী ১১ অগাস্ট জাপানের মুখোমুখি হবে সুইডেন।
২০০৩ সালের রানার্সআপ সুইডেন গত বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরে তৃতীয় স্থানে ছিল।