নথি গোপনের নতুন অভিযোগ: নির্দোষ দাবি করলেন ট্রাম্প ও নটা

টিবিএন ডেস্ক

আগস্ট ১০ ২০২৩, ১৭:০৪

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও তার সহযোগী ওয়াল্ট নটা। ছবি: সংগৃহীত

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও তার সহযোগী ওয়াল্ট নটা। ছবি: সংগৃহীত

  • 0

রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনার মামলায় যুক্ত হওয়া নতুন তিন অভিযোগে নিজেদের নির্দোষ দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগী ওয়াল্ট নটা। ফ্লোরিডার ফোর্ট পিয়ের্সের ফেডারেল কোর্টে বৃহস্পতিবর হাজির হয়ে নির্দোষ দাবির আবেদন জমা দিয়েছেন নটা। ট্রাম্প আগেই আবেদন জমা দিয়ে রেখেছিলেন, সেটি এদিন আদালত আমলে নিয়েছে। ট্রাম্পকে আদালতে আসতে হয়নি।

মামলার নতুন আসামি ট্রাম্পের ফ্লোরিডার মার-অ্যা-লাগো এস্টেটের কর্মী কার্লোস ডি অলিভিয়েরারও বৃহস্পিতবার আদালতে হাজির হওয়ার কথা ছিল। তবে ফ্লোরিডায় নিজের জন্য কোনো অ্যাটর্নি নিয়োগ দিতে না পারায় তিনি আবেদন করে হাজিরা পিছিয়ে আগামী মঙ্গলবারের শিডিউল নিয়েছেন।

এর আগে গোপন নথির অব্যবস্থাপনার মামলায় ট্রাম্প ও নটাকে ৩৭ কাউন্টে অভিযুক্ত করা হয়েছিল। এরপর আরও তিন অভিযোগ এতে যুক্ত করা হয়। সেগুলো হলো, ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় প্রতিরক্ষা তথ্য নিজের কাছে আটকে রাখার এক কাউন্ট এবং তদন্তকাজে বাধা সৃষ্টি করার দুই কাউন্ট। সব মিলিয়ে এখন গোপন নথির মামলায় ট্রাম্প ও নটার বিরুদ্ধে ৪০ কাউন্টের বিচার হবে।

নতুন অভিযোগ যুক্ত করার পাশাপাশি এই মামলায় ট্রাম্পের কর্মী অলিভিয়েরাকেও আসামি করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, মার-অ্যা-লাগো এস্টেটের সিটিটিভি ফুটেজ মুছে ফেলার জন্য অলিভিয়েরাকে চাপ দিয়েছেন ট্রাম্প। অবৈধভাবে রাখা গোপন নথি সরিয়ে নেয়ার ঘটনা রেকর্ড হয়েছিল ওই সিসিটিভিতে।

তবে ট্রাম্প বরাবরের মতোই এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, মামলা পরিচালনার জন্য যথেষ্ট তথ্য না পাওয়ায় স্পেশাল কাউন্সেল ‘উন্মাদ’ হয়ে গেছেন।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় সামনের সাড়িতে থাকা ট্রাম্প নানা আইনি জটিলতায় জড়িয়ে আছেন। অ্যামেরিকার ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যাকে ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয়েছে।

সংশোধিত অভিযোগপত্রে বলা হয়েছে , ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথির অব্যবস্থাপনার অভিযোগ খতিয়ে দেখতে জাস্টিস ডিপার্টমেন্ট ওই বাড়ির বেজমেন্টের সিকিউরিটি ফুটেজ তলব করে। সেই নোটিশ পেয়ে নটা ও মার-অ্যা-লাগোর প্রপার্টি ম্যানেজার ডি অলিভিয়েরা ফুটেজ মুছে ফেলার ষড়যন্ত্র করেছিলেন। ওই বাড়ির সার্ভারের দায়িত্বে থাকা কর্মীকে অলিভিয়েরা টেক্সট করে বলেছেন, সিসিটিভির ফুটেজের সার্ভারটি ‘বস’ মুছে ফেলতে চাইছেন।

অভিযোগপত্র অনুযায়ী, অলিভিয়েরা পরে একটি ছোট আইটি রুমে আইটি ডিরেক্টরের সঙ্গে দেখা করেন। তিনি ওই কর্মীকে তাদের মধ্যে হওয়া কথোপকথনটি গোপন রাখতে বলেন। আইটি রুমে যাওয়ার জন্য এবং নটার সঙ্গে দেখা করার জন্য ডি অলিভিয়েরা মার-অ্যা-লাগোর ঝোপঝাড় এবং পাতা দিয়ে ঢাকা গোপন পথ ব্যবহার করেছেন।

ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ।

এর আগে গত জুনে গোপন নথি জব্দের ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৩৭টি অভিযোগ এনেছিলেন ফেডারেল আইনজীবীরা।

সে অভিযোগপত্রে বলা হয়েছিল, ট্রাম্পের বিরুদ্ধে ২০২১ সালে ক্ষমতা ছাড়ার পর জাতীয় নিরাপত্তার তথ্য নিজের কাছে রেখে দেয়া সংক্রান্ত ৩১টি অভিযোগ, বিচারকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের একটি, নথি বা রেকর্ড আটকে রাখার একটি, নথি বা রেকর্ড বেআইনিভাবে গোপন করার একটি, ফেডারেল তদন্তে নথি গোপন করার একটি, গোপন করার পরিকল্পনার একটি, এবং মিথ্যা বিবৃতি ও উপস্থাপনার একটিসহ মোট ৩৭টি অভিযোগ আনা হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন