রিয়াল মাদ্রিদ ছাড়ছেন বেনজেমা

টিবিএন ডেস্ক

জুন ৪ ২০২৩, ২০:২৫

রিয়াল মাদ্রিদের জার্সিতে কারিম বেনজেমা। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের জার্সিতে কারিম বেনজেমা। ছবি: সংগৃহীত

  • 0

রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক শেষ হচ্ছে কারিম বেনজেমার। ক্লাব ওয়েবসাইটে বেনজেমার বিদায়ের সংবাদ নিশ্চিত করেছে রিয়াল।

বিদায় উপলক্ষ্যে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছেন বেনজেমা। সেখানে ক্লাব ও ভক্তদের বিদায় জানাবেন এ ব্যলন ডরজয়ী। 

রোববার রিয়ালের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব ও আমাদের অধিনায়ক কারিম বেনজেমা এই ক্লাবে তার দুর্দান্ত ও অবিস্মরণীয় যাত্রার ইতি টানতে সম্মত হয়েছেন। রিয়াল মাদ্রিদ আমাদের এই কিংবদন্তী খেলোয়াড়ের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছে।’ 

বেনজেমার বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস ও বেনজেমার ক্লাব সতীর্থরা।

ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিঁও থেকে ২০০৯ সালে রিয়ালে যোগ দেন বেনজেমা। রিয়ালের ইতিহাসের অন্যতম সেরা এ ফুটবলার লস ব্লাঙ্কোদের হয়ে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, চারটি লা লিগা ও তিনটি কোপা দেল রেসহ ২৫টি ট্রফি। 

রিয়াল ছাড়ার পর সৌদি সুপার লিগের ক্লাব আল ইত্তিহাদে যোগ দেয়া প্রায় নিশ্চিত বেনজেমার। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, রিয়ালের বিদায়ী অনুষ্ঠান শেষ করে পরদিনই হয়তো সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দেয়ার খবর ঘোষণা করবেন ৩৫ বছর বয়সী এ তারকা।

বেনজেমার সঙ্গে রিয়াল ছাড়ছেন মার্কো আসেনসিও, ইডেন অ্যাজার ও মারিয়ানো দিয়াসও।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...